প্রয়াত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন



<p><strong>নয়াদিল্লি</strong>: এভাবে চলে যাওয়া যায়? শনিবারের পর থেকে এমন প্রশ্ন হয়তো ব্রিটেনের বহু বাসিন্দার মনেই ঘুরপাক খাচ্ছে। তবে ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন হলিউডেও&nbsp; দাপিয়ে কাজ করেছেন। দু’বার অস্কারের জন্য মনোনয়ন পান। পাশাপাশি, ছ’বার ‘বাফটা’-র জন্যও মনোনীত হয়েছিলেন। শনিবারের পর থেকে এসবই অবশ্য স্মৃতি। গত কাল, নিজের বাড়িতে, মারা যান ৭৫ বছরের অভিনেতা। স্ত্রী-সন্তান বাড়িতেই ছিলেন।&nbsp;</p>
<p><strong>দু-চার কথা…</strong><br />ফিল্মভক্তদের মধ্যে যাঁদের ‘হরর’ ঘরানা পছন্দ তাঁদের অনেকেই মনে করেন, ‘Exorcism of Emily Rose’ ছবিটি কিছুটা অন্যরকম স্বাদের। বিতর্ক থাকতে পারে। তবে ‘Exorcism of Emily Rose’ ছবিতে ফাদার রিচার্ড মুরের ভূমিকায় যাঁরা টম উইলকিনসনের অভিনয় দেখেছেন, তাঁরা হয়তো প্রয়াত অভিনেতার প্রতিভাকে কুর্নিশ না জানিয়ে পারবেন না। তবে তিনি যে কোনও এক ধরনের ছবিতেই সাবলীল, এমন নয়। বিশেষত,&nbsp; ‘The Full Monty’ নামে যে ছবির জন্য ১৯৯৭ সালে তিনি ‘বাফটা’ পান, সেখানে ‘ফোরম্যান’-র চাকরি খোয়ানো জেরাল্ড কুপার নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন টম। সদ্য ছাঁটাই হওয়া একদল শ্রমিক কী ভাবে ‘স্ট্রিপিং ডান্স’-এ ঝুঁকছেন, কী ভাবে তাঁদের কাজে পেতে সাহায্য করছেন প্রাক্তন ফোরম্যান, এই ছিল ছবিটির গল্প। ১৯৯৭ সালে, সেরা মৌলিক সঙ্গীতের অস্কার পেয়েছিল ছবিটি। ‘বেস্ট সাপোর্টিং রোল’-র জন্য সেই বছরই ‘বাফটা’ পান টম। ২০০১ সালে ‘In The Bedroom’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন এবং&nbsp; ‘Michael Clayton’ ছবির জন্য ২০০৭ সালে ‘বেস্ট সাপোর্টিং রোল’-এর অস্কারের মনোনয়ন পান টম। সাফল্য অবশ্য দূরে থাকেনি। ২০০৮ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয়ের জন্য ‘এমি’ পুরস্কার এবং ২০০৯ সালে ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পান তিনি। তবে স্রেফ পুরস্কার দিয়ে তাঁর অভিনয়ের জাত বোঝা কঠিন।&nbsp;</p>
<p><strong>আর যা…</strong><br />’Shakespeare In Love’ এবং ‘The Best Exotic Marigold Hotel’-র মতো ছবিতেও তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছে ভক্তদের।&nbsp; &nbsp; ‘Michael Clayton’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন জর্জ ক্লুনি। সেই অভিজ্ঞতা স্মরণ করে এক বার বলেছিলেন, ‘টম সব কটা প্রজেক্টকে উন্নততর করেন। সমস্ত অভিনেতাকেও আরও উন্নত করেন।’ সারা জীবনে ফিল্ম ও টেলিভিশন মিলিয়ে অন্তত ১৩০টিরও বেশি কাজের সঙ্গে জড়িয়ে ছিলেন এই অভিনেতা। সমস্ত কিছুতে হঠাৎ যবনিকা পড়ে গেল শনিবার।</p>
<p>&nbsp;</p>
<p><a title="আরও পড়ুন:মায়ের স্বপ্নপূরণ করলেন প্রীতম, হুইলচেয়ারে করেই লন্ডন-প্যারিস ঘুরিয়ে দেখালেন সুরকার" href="https://bengali.abplive.com/entertainment/composer-pritam-chakraborty-shares-a-vacation-video-with-his-mother-in-london-paris-1035372" target="_blank" rel="noopener">আরও পড়ুন:মায়ের স্বপ্নপূরণ করলেন প্রীতম, হুইলচেয়ারে করেই লন্ডন-প্যারিস ঘুরিয়ে দেখালেন সুরকার</a></p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: