‘RRR বলিউড ছবি নয়’, গোল্ডেন গ্লোব জেতার পর মন্তব্য রাজামৌলির



নয়াদিল্লি: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে (Golden Globe Awards) ভারতের প্রথম জয়। এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত ‘আর আর আর’ (RRR) ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’র (Naatu Naatu) হাত ধরে দেশে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার এল। নিঃসন্দেহে দেশের জন্য বড় জয়। একইসঙ্গে অস্কার যাত্রারও সম্ভাবনা রয়েছে এই ছবির। আর এরই মধ্যে বড় বার্তা দিলেন পরিচালক। বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট ঘোষণা করলেন ‘আর আর আর কোনও বলিউড ছবি নয়’ (RRR is not a Bollywood film)।

‘RRR বলিউড ছবি নয়’

সম্প্রতি আমেরিকার ‘ডিরেক্টর্স গিল্ড’-এ ‘আর আর আর’ ছবির বিশেষ প্রদর্শনী হয়। সেখানেই বক্তব্য রাখেন ছবির পরিচালক। তিনি বলেন, ‘আর আর আর কোনও বলিউড ছবি নয়, এটি দক্ষিণ ভারতে তৈরি একটি তেলুগু ছবি, যেখানে থেকে আমি আসছি, কিন্তু আমি সিনেমা থামিয়ে আপনাদের সঙ্গীত ও নাচের একটি অংশ দেওয়ার বদলে গল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গানটি ব্যবহার করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি ওই উপাদানগুলো ব্যবহার করে ছবির গল্প এগিয়ে নিয়ে যেতে চেয়েছি… যদি ছবির শেষে, আপনারা বলেন যে তিন ঘণ্টার ছবি মনেই হল না, তাহলে আমি জানি যে আমি একজন সফল পরিচালক।’

সম্প্রতি, ‘নাটু নাটু’ গানটি শ্রেষ্ঠ গানের তকমা পেয়েছে ৮০তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এ। ছবিতে গানটি ভারতীয় নাচ ও বন্ধুত্বের প্রকাশ ঘটায়। এই গানের মাধ্যমে ছবির মূল দুই চরিত্র রাম ও ভীমের বন্ধুত্বের গাঢ়ত্ব প্রকাশ্যে আসে। গোল্ডেন গ্লোবের প্রতিযোগিতায় ছিলেন টেলর স্যুইফট, রিহানা, লেডি গাগার মতো তারকারা।

৯৫তম অ্যাকাডেমি অ্যাওসার্ডসের ‘অরিজিন্যাল সং’ বিভাগেও ‘নাটু নাটু’র নাম উঠেছে। রাম চরণ জানিয়েছেন যদি এই গান অস্কারও জেতে তাহলে হয়তো তিনি জুনিয়র এনটিআরের সঙ্গে মঞ্চেই এই গানে নাচবেন। এই গান তৈরি করেছেন প্রবীণ সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী এবং গেয়েছেন কালা ভৈরব ও রাহুল শিপ্লিগঞ্জ।

আরও পড়ুন: Uorfi Javed: বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড করলেন উরফি জাভেদ

অন্যদিকে, চিরকাল বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপনে নজর কেড়েছে মাখন প্রস্তুতকারক সংস্থা আমূল। সেরা অরিজিনাল গান হিসেবে ‘নাটু নাটু’ যে সম্মান এনেছে, তাকে ভিত্তি করেই একটি বিজ্ঞাপন বানিয়েছে সেই সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, পাঁউরুটি ও মাখন হাতে নাচ করছেন কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজু। পোশাক থেকে শুরু করে চুলের কায়দা, সবকিছুই অবিকল পর্দায় নায়কদের মতো। আর তাঁদের মধ্যে গোল্ডেন গ্লোব হাতে দাঁড়িয়ে আছেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। ভাইরাল হয়েছে সেই ছবি। 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: