OIC-তে কাশ্মীর ইস্যু তুলল তুরস্ক! বিপুল সাহায্যের এই প্রতিদান?



<p><strong>নয়াদিল্লি:</strong> ভয়াবহ ভূমিকম্পে ধূলিসাৎ হয়েছে তুরস্ক। নিমেষের মধ্যে বিপুল ত্রাণ নিয়ে সেখানে হাজির হয়েছিল ভারত। ভূমিকম্পের বিপদের সময় তুরস্কের পাশে দাঁড়াতে শুরু করেছিল ‘অপারেশন দোস্ত’। সেই কাজকে দরাজ সার্টিফিকেট দিয়েছিল তুরস্ক। তারপরে Organisation of Islamic Cooperation (OIC)-তে জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে কথা তুলল তুরস্ক।&nbsp;</p>
<p>ইসলাম ধর্মাবলম্বী দেশগুলির যৌথ মঞ্চ OIC. এই মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা বরাবর না পসন্দ ভারতের। এই ক্ষেত্রেও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারত। ভারত এর আগেও জানিয়েছেন, OIC-বরাবর ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, যা ,কোনওভাবেই মেনে নেওয়া হবে না।&nbsp;</p>
<p>UN-এ ভারতের দূত সীমা পূজানি বিষয়টির প্রসঙ্গ তুলে তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই সংক্রান্ত বিষয়ও ভারতের অভ্যন্তীরণ বিষয়। পাকিস্তান ভারতের জমি বেআইনি ভাবে দখল করে রেখেছে। OIC-তাদের সদস্য পাকিস্তানকে বলুক রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস বন্ধ করে ভারতকে দখল করা কাশ্মীরের অংশ ফিরিয়ে দিতে, OIC-কে এমনই পরামর্শ দিয়েছে ভারত।</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: