El Dorado বললেও ভুল হয় না, চাপা পড়ে গিয়েছিল আমাজনের অরণ্যে, হদিশ মিলল প্রাচীন সভ্যতার


প্যারিস: কালের গর্ভে হারিয়ে গিয়েছিল আস্ত একটি সভ্যতা। প্রযুক্তির দৌলতে মাটি খুঁড়ে তাকে তুলে আনলেন গবেষকরা। আমাজন বৃষ্টি অরণ্যের গহীনে ঢাকা পড়ে গিয়েছিল সুপ্রাচীন ওই সভ্যতার যাবতীয় চিহ্ন, লেজার প্রযুক্তির সাহায্যে যার অস্তিত্ব খুঁজে পেলেন গবেষকরা (Amazon Rainforest)। ওই সভ্যতার বয়স আনুমানিক ২৫০০ বছর। প্রাচীন স্পেনের অনুরূপ একাধিক নির্মাণের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে সেখানে। (Pre Hispanic Settlements Discovered)

আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে উপানো উপত্যকায় বিগত কয়েক দশক ধরেই গবেষণা চালাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। এযাবৎ সেই গবেষণায় তেমন কিছু হাতে না এলেও, সম্প্রতি প্রযুক্তির সাহায্য নিতে শুরু করেন তাঁরা। ফরাসি গবেষকদের নেতৃত্বে লেজার ম্যাপিং প্রযুক্তির সাহায্যে শুরু হয়ে তল্লাশি। আকাশপথ থেকে আলো ফেলে গবেষণা চলে একদিকে, অন্য দিকে চলে মাটি খোঁড়াখুঁড়ির কাজও। তাতেই সড়কপথে সংযুক্ত পাঁচটি শহরের খোঁজ মিলেছে।

গবেষকরা জানিয়েছেন, বিস্মৃত ওই কৃষিভিত্তিক সভ্যতার ১০০০ বর্গকিলোমিটার এলাকার খোঁজ মিলেছে। ইকুয়েডরের পূর্বে, আন্দিজ পর্বতমালার পাদদেশে উপানো উপত্যাকা অঞ্চলে এই আবিষ্কার হয়েছে। French National Center for Scientigic Research-এর গবেষক স্টিফেন রোস্তেন জানিয়েছেন, এই আবিষ্কার ‘এল ডোরাডো’র খোঁজ পাওয়ারই সমতুল্য। মাটির বাড়ি, পাকা বাড়ি, কৃষিকার্যের নিদর্শন মিলেছে। সেকালে বাড়িতে বসানো ফায়ারপ্লেস, চিনেমাটির বয়াম, ভুট্টা থেকে তৈরি বিয়ারের পাত্র, শিল-নোড়াও পাওয়া গিয়েছে মাটি খুঁড়ে।গবেষকদের মতে, নেহাত হারিয়ে যাওয়া কোনও গ্রাম নয়, আস্ত ভূচিত্রের খোঁজ মিলেছে, যেখানে মানুষের বাস ছিল।

গবেষণা চলাকালীন। ছবি: ছবি: আন্তর্জাতিক Science জার্নাল।

আরও পড়ুন: Transparent Solar Panels: জানলার কাচ বসালেই বিনামূল্যে বিদ্যুৎ! কার্বনমুক্ত পৃথিবী গড়ে তোলার পথে আরও একধাপ

গবেষকরা জানিয়েছেন, আমাজনের গহীন অরণ্যে চাপা পড়ে যাওয়া ওই সভ্যতা, কিলামোপে এবং উপানো সংস্কৃতিকে ভিত্তি করে উঠেছিল। কিছু সময় পর হুয়াপুলা সংস্কৃতি ওই সভ্যতার উপর প্রভাব বিস্তার করে। বিস্মৃত ওই সভ্যতার অংশ, ১৫টি বসতি এলাকাকেও চিহ্নিত করা গিয়েছে। বেশ কিছু টিলাও রয়েছে। খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৩০০ এবং ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে মানুষের বাস ছিল বলে দাবি গবেষকদের।

যে ‘এল ডোরাডো’র প্রসঙ্গ উল্লেখ করেছেন স্টিফেনস সেটি একটি কাল্পনিক শহর, যেখানে সোনার গোপন ভাণ্ডার রয়েছে বলে হাজারো উপাখ্যান রয়েছে। স্পেনীয় শব্দ ‘এল ডোরাডো’র অর্থও ‘যেটি সোনা’। দক্ষিণ আমেরিকায় একসময় সোনার একটি দেশ ছিল বলে লোককথায় দাবি করা হয়। কাল্পনিক ওই শহরের খোঁজে শত শত মানুষের ঘর ছেড়ে বেরিয়ে পড়ার রয়েছে উদাহরণও। এমন দুঃসাহসী অভিযানেরও ভূরি ভূরি আখ্যান রয়েছে স্পেনীয় সাহিত্যে। আমাজনের গহীন অরণ্যে আবিষ্কৃত প্রাচীন সভ্যতাকে ‘এল ডোরাডো’র সঙ্গেই তুলনা করছেন গবেষকরা।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: