COVID টিকা বেচেই বাড়বাড়ন্ত, লন্ডনে ১৪৪৪ কোটির প্রাসাদ কিনলেন আদর


নয়াদিল্লি: করোনা কালে টিকা তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। তার পর থেকেই উপর মহলে তাঁদের ওঠাবসা দেখে চোখ সয়ে গিয়েছে। সিরাম ইনস্টিটিউটের CEO আদর পুনাওয়ালা এবার সাড়া জাগালেন বিলাসবহুল প্রাসাদ কিনে। লন্ডনে বিলাবহুল প্রাসাদ কিনেছেন আদর, যাতে সাড়া পড়ে গিয়েছে সেদেশেও।  বছরের সবচেয়ে দামি লেনদেন হয়েছে বলে খবর ছেপেছে সেদেশের সংবাদমাধ্যমও। (Adar Poonawalla)

লন্ডনের অভিজাত অঞ্চল হিসেবে পরিচিত, মেফেয়ারের হাইড পার্ক এলাকায় অবস্থিত ‘এবারকনওয়ে হাউজ’ নামের প্রাসাদটি কিনেছেন আদর। ১৯২০ সালে আশেপাশে সেটি কেনা হয়েছিল বলে খবর। প্রাসাদটি কিনতে আদরকে ১৩৮ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ হাজার ৪৪৪ কোটি টাকা। (Adar Poonawalla Latest Purchase)

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুনাওয়ালা পরিবারের সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যে শাখা সংস্থা রয়েছে ব্রিটেনে, সেই সিরাম লাইফ সায়েন্স-এর নামে প্রাসাদটি কেনা হয়েছে। এযাবৎ লন্ডনে যত দামি সম্পত্তি বিক্রি হয়েছে, তার মধ্যে এটি দ্বিতীয় বলে দাবি সেদেশের সংবাদমাধ্যমের।

আরও পড়ুন: Indian Currency: ৫০০ টাকার নোট নিয়ে চিন্তা ? জাল এড়াতে যেগুলি না জানলেই নয়

সে দেশের বিশেষজ্ঞদের মতে, ইদানীং কালে সম্পত্তি কেনাবেচায় খরা দেখা গেলেও, লন্ডনে বিলাসবহুল সম্পত্তি দিব্যি বিক্রি হয়ে চলেছে। ক্রেতারাও সব ধনকুবের, দামের তোয়াক্কা করছেন না কেউই। সিরাম লাইফ সায়েন্সেস-এর একটি সূত্রকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত ব্রিটেনে চলে যাওয়ার কোনও পরিকল্পনা নেই পুনাওয়ালা পরিবারের। সংস্থার সম্পত্তি হিসেবেই ওই প্রাসাদটি থাকবে। ব্রিটেনে গেলে সেখানে থাকবেন পুনাওয়ালা পরিবারের সদস্যরা।

১৯৬৬ সালে বাবা সাইরাস প্রতিষ্ঠা করেছিলেন,  ২০১১ সালে সিরাম ইনস্টিটিউটের দায়িত্ব গ্রহণ করেন আদর। করোনার সময় দেশের চিকিৎসা ব্যবস্থায় রাতারাতি গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠে সিরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে কোভিশিল্ড টিকা ভারতের বাজারে নিয়ে আসে তারা, দেশের টিকাকরণে যা ব্যাপক হারে ব্য়বহৃত হয়।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৮-‘১৯ সাল পর্যন্ত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আয় যেখানে ৫ হাজার ২৩৮ কোটি টাকা ছিল, ২০২০-‘২১ সালে তা একধাক্কায় বেড়ে ৭ হাজার ২০১ কোটি টাকা হয়। তার পর থেকেই উপর মহলে পুনাওয়ালা পরিবারের আনাগোনা চোখে পড়ার মতো নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়ায়। আমেরিকায় ধনকুবেরদের জন্য আয়োজিত ‘মেট গালা’য় ফি বছর হাজিরা দেন আদরের স্ত্রী নাতাশাকে। এমনকি ব্রিটেনের রাজ পরিবারের সঙ্গে নৈশভোজেও দেখা গিয়েছে পরিবারের সদস্যদের।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: