Aindrila Sharma: ‘জীবনটা কতটুকু দেখল, শুধু যুদ্ধই করে গেল’, ঐন্দ্রিলার মৃত্যুতে প্রতিক্রিয়া জয়জিৎ মুখোপাধ্যায়ের



<p>২০ দিনের লড়াই শেষ, হল না মিরাকল। দীর্ঘ লড়াইয়ে হার মানতে হল ঐন্দ্রিলাকে। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন ঐন্দ্রিলা। ১ নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। ২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো থেরাপি চলে। ক্যান্সারকে হারিয়ে ২০১৬-য় বাড়ি ফেরেন ঐন্দ্রিলা। পা রাখেন অভিনয় জীবনেও। ২০২১-এ ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার। আবার শুরু হয় কেমো থেরাপি। সেই যুদ্ধও জয় করে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হতে হয় হাসপাতালে। ২০ দিন একটানা লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ঐন্দ্রিলা।’জীবনটা কতটুকু দেখল, শুধু যুদ্ধ করেই গেল’, ঐন্দ্রিলার মৃত্যুতে প্রতিক্রিয়া জয়জিত মুখোপাধ্যায়ের</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: