২৫ রানে ফিঞ্চের বিদায়ী ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া


কুইন্সল্যান্ড: পড়শি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের নামে করেছিল অস্ট্রেলিয়া (AUS vs NZ)। তবে সিরিজের শেষ ম্যাচে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (Aaron Finch) ম্যাচ জিতেই বিদায় জানাতে সচেষ্ট ছিল অজিরা। নিজেদের সেই লক্ষ্যে সফলও হল তারা। ২৫ রানে ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। অজিদের জয়ের নায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। মন্থর পিচে নায়কোচিত শতরান করেন স্মিথ।

স্মিথের দুরন্ত শতরান

এদিন ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তাঁর শেষ ওয়ান ডেতে অবশ্য ব্যর্থই হলেন ফিঞ্চ। মাত্র পাঁচ রান করে আউট হন অজি অধিনায়ক। আরেক ওপেনার ইংলিসও ১০ রানে সাজঘরে ফেরেন। ১৬ রানে দুই উইকেট হারিয়ে একসময় বেশ চাপেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে মার্নাস ল্যাবুশেনের সঙ্গে ১১৮ রানের তৃতীয় উইকেটের পার্টনারশিপে দলকে রক্ষা করেন স্মিথ। মন্থর পিচে ব্যাটিং একেবারেই সহজ ছিল না। সেই পিচেই নিজের দক্ষতা প্রদর্শন করলেন প্রাক্তন অজি অধিনায়ক।

১২৭ বলে নিজের কেরিয়ারের সবথেকে মন্থর গতির ওয়ান ডে শতরান হাঁকান স্মিথ। স্মিথের ব্যাটিংয়ে ভর করেই অস্ট্রেলিয়া পাঁচ উইকেটের বিনিময়ে ২৬৭ রান করে। এই সিরিজে এটিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর। শেষ ২০ ওভারে অস্ট্রেলিয়া ১৬১ রান করে। স্মিথ ১৩১ বলে ১০৫ রান করে আউট হন। এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের ১২ নম্বর শতরান। অজিদের হয়ে এদিন স্মিথ ছাড়াও ল্যাবুশেন ৫২ রান করেন। শেষের দিকে অ্যালেক্স ক্যারি ৪২ ও ক্যারেমন গ্রিন মাত্র ১২ বলে ২৫ রানের ছোট্ট কিন্তু আগ্রাসী ইনিংস খেলেন। কিউয়িদের হয়ে দুই উইকেট নেওয়া ট্রেন্ট বোল্টই সফলতম বোলার।

মিডল অর্ডারের লড়াই

নিউজিল্যান্ডের হয়ে দুই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে শুরুটা ভালই করেছিলেন। দুইজনে ৪৯ রান যোগ করেন। তবে অল্প রানের ব্যবধানেই দুইজনেই সাজঘরে ফেরেন। টম ল্যাথামও ১০ রানের বেশি করতে পারেননি। কেন উইলিয়ামসন দীর্ঘক্ষণ ক্রিজে সংঘর্ষ করেন। তবে কিউয়ি অধিনায়ককে ৫৬ বলে ২৭ রান করেই ফিরতে হয়। শেষের দিকে কিউয়িদের হয়ে দলের মিডল অর্ডার প্রতিরোধ গড়ে তোলে। গ্লেন ফিলিপ্স ৪৭, জিমি নিশাম ৩৬ ও মিচেল স্যান্টনার ৩০ রান করেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২৪২ রানেই শেষ হয়ে যায় কিউয়িদের লড়াই। মিচেল স্টার্ক অজিদের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন।

আরও পড়ুন: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ, প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন কোহলি?



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: