১২ ফুট লম্বা, ওজনে ৬০০ কিলোগ্রাম! ফ্লরিডায় শপিং মল ‘দর্শনে’ এল দৈত্য়াকার কুমির



<p><strong>নয়াদিল্লি</strong>: প্রত্যেক দিন গ্রাহকদের বিকিকিনির চাপে দম ফেলার সময় পায় না শপিং মলের দোকানগুলো। তবে এবার যা ঘটল, তাতে দম আটকে আসার জোগাড়! এক দৈত্যাকার কুমির ঢুকে পড়েছে ফ্লরিডার শপিং মলে। ১২ ফুটের দেহ নিয়ে চত্বরজুড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে। এবার কী করবেন ক্রেতা ও বিক্রেতারা? ভয়ে গলা শুকিয়ে কাঠ সকলের। তবে শেষমেশ কুমিরটিকে উদ্ধার করেছে ফ্লরিডা মৎস্য ও বন্যপ্রাণ সংরক্ষণ কমিশন। সেই ভিডিও ফেসবুকে শেয়ারও করেছে লি কাউন্টি শেরিফের দফতর।</p>
<p><strong>কে তুমি শপিং মলে?</strong><br />লম্বায় ১২ ফুট, ওজন ৫৯৭ কিলোগ্রাম। দৈত্যাকার কুমিরটিকে হালেই ফ্লরিডার এস্তেরোর কোকোনাট পয়েন্ট মলে ঘোরাফেরা করতে দেখা গেলে আতঙ্ক তৈরি হয়। সে কী ভাবে শপিং মলে চলে এল? কেন এল? এর পর কী? এই সব নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়েছে, তখনই লি কাউন্টির শেরিফের দফতর জানায়, শপিং মলের Five Below Store-র পিছন থেকে উদ্ধার করা হয়েছে দৈত্যাকার কুমিরটিকে। ভিডিওতে তাকে ট্রাকে তুলতেও দেখা যায়। কয়েক দিন আগে ভিডিওটি দিয়েছিল&nbsp; লি কাউন্টির শেরিফের দফতর । তার পর থেকে ঝড়ের বেগে ‘লাইকস’ ও ‘কমেন্টস’ এসেছে তাতে।&nbsp;</p>
<p>ভিডিওয় হালকা মেজাজে ক্যাপশনও দিয়েছিল লি কাউন্টি প্রশাসন। লেখে, ‘কিছুক্ষণ আগেই কোকোনাট পয়েন্ট মল থেকে ১২ ফুট লম্বা, ৬০০ পাউন্ড ভারী, দৈত্যাকার কুমিরটিকে উদ্ধার করতে ডাক পড়েছিল সার্জেন্ট টসললুকুর। ফ্লরিডা মৎস্য ও বন্যপ্রাণ সংরক্ষণ কমিশনে আমাদের বন্ধুরা তৎক্ষণাৎ এই আর্জিতে সাড়া দিয়েছেন। যৌথ চেষ্টায় এই দৈত্যাকার সরীসৃপটিকে উদ্ধার করা গিয়েছে। লি কাউন্টিতে প্যাট্রোলিংয়ের সময়&nbsp; কোনও মুহূর্তই একঘেঁয়ে কাটতে পারে না, তাই না? আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে আপনাদের যদি উৎসাহ থাকে, তা হলে আপনাদের জন্য ভরপুর উত্তেজনা অপেক্ষা করছে এখানে, এটুকু আশ্বস্ত করতে পারি।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই আলোড়ন আরও বেড়ে যায়।</p>
<p><strong>আর যা…</strong><br />ফ্লরিডায় এই ধরনের ঘটনা একেবারে অপরিচিত নয়। চলতি মাসের গোড়াতেই যেমন, ফ্লরিডায় কুমিরেরই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তাতে দেখা যায়, এক বাসিন্দা আবর্জনা ফেলার ‘বিন’ দিয়ে একটি কুমিরকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। কুমিরটি সেবারও জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছিল। ‘ওপেন ট্র্যাশ কন্টেনার’ নিয়ে ওই বাসিন্দা যত কুমিরটির দিকে এগোন, ততই সেটি পিছোতে শুরু করে। সেই ঘটনা নিয়ে হইচইয়ের পর এবার শপিং মল ‘দর্শনে’ আসা দৈত্যাকার কুমিরকে নিয়ে হইচই।<br /><br /></p>
<p><a title="আরও পড়ুন:’জামাল কুদু’ থেকে ‘Looking like a wow’, এক নজরে বছরের সেরা ভাইরাল" href="https://bengali.abplive.com/offbeat/viral-2023-year-ender-looking-like-a-wow-to-jamal-kudu-here-top-viral-videos-of-this-year-1034891" target="_blank" rel="noopener">আরও পড়ুন:’জামাল কুদু’ থেকে ‘Looking like a wow’, এক নজরে বছরের সেরা ভাইরাল</a></p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: