হ্যাপি নিউ ইয়ার ২০২৩, বর্ষবরণের আমেজ বিশ্বজুড়ে



নয়া দিল্লি: ২০২৩ কে স্বাগত জানাচ্ছে সারা দেশ তথা বিশ্ব। ঘড়ির কাঁটা ১২ টা ক্রস করতেই আকাশে আলোর রোশনাই। যারা দেশের বাইরে, তাঁদের দেশের কথা মনে করাচ্ছে। নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে গোটা দেশ মাতোয়ারা। কলকাতার পার্কস্ট্রিট পুরোপুরি জমজমাট। যদিও  অন্যদিকে, তখন ঘড়ির কাঁটা মেনে ইতিমধ্যেই ২০২২ পেরিয়ে ২০২৩-এ পা রেখেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। নতুন বছরকে সাড়ম্বরে স্বাগত জানাল অকল্যান্ড-সিডনি।

কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা।  ১ জানুয়ারির জন্য কয়েক হাজার পুলিশকর্মী মোতায়েন। শহরকে ১০টি সেক্টরে ভাগ করে নজরদারি চালানো হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদ মর্যাদার অফিসাররা। শহরজুড়ে থাকছে ৫৮টি পিসিআর ভ্যান, ২৩টি পিসিআর ভ্যান থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। ২টি ক্যুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হচ্ছে।  ১ জানুয়ারি, পার্ক স্ট্রিট চত্বরে ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। শহরজুড়ে থাকছে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, ৯৭টি নাকা পয়েন্ট। পার্ক স্ট্রিট ও মিডলটন রো-য়ে প্রস্তুত রাখা হচ্ছে ২টি স্পেশাল কিউআরটি ড্রোনের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি চালাবে পুলিশ।

আরও পড়ুন, সমুদ্র স্নান সেরে ফিশফ্রাইয়ে কামড়, মন ফুরফুরে করতে ঘুরে আসুন পূর্ব মেদিনীপুর

বিস্তারিত আসছে…



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: