সেমিফাইনালে হৃদয়ভঙ্গ, দুর্দিনে দলের পাশে থাকার আর্জি যুবরাজ, সচিনের


অ্যাডিলেড: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ফের একবার সেমিফাইনালে হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা অব্যাহত। তবে এর মাঝেই টিম ইন্ডিয়ার পাশে দাঁড়ালেন দলের দুই তারকা প্রাক্তনী সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও যুবরাজ সিংহ (Yuvraj Singh)।

পাশে থাকার আর্জি

ভারতীয় দলের পরাজয়ের পরেই নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সচিন লেখেন, ‘প্রতিটি কয়েনের মতো জীবনেরও দুইটি দিক থাকে। আমরা যখন দলের জয়কে নিজেদের মনে করে উচ্ছ্বাসে ভাসি, তখন দলের পরাজয়টাও আমাদের গ্রহণ করতে হবে। জীবনে এই দুই দিকই মেনে নেওয়া দরকার।’ অপরদিকে আরেক যুবরাজ সিংহ লেখেন, ‘নিঃসন্দেহে আমরা চাই যাতে আমাদের দল প্রতিটি ম্যাচই জেতে। তবে এটাও আমাদের মনে রাখতে হবে যে সবদিন সমান হয় না। কোনও কোনওদিন পরিস্থিতি আমাদের পক্ষে নাই যেতে পারে। গোটা টুর্নামেন্ট জুড়ে দল যেমন একত্রিতভাবে খেলেছে, তার জন্য গর্বিত। এবার সময় এসেছে আমাদের নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা।’

 

Reels

 

হার্দিকের প্রতিক্রিয়া

এবারও আইসিসি ট্রফি জেতা হয়নি টিম ইন্ডিয়ার। তবে বিশ্বকাপে জয়ের জন্য সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দারুণভাবে উপভোগ করেছেন বলেই জানান হার্দিক। তিনি লেখেন, ‘এই পরাজয়টা আমাদের সকলের পক্ষেই মেনে নেওয়াটা খুব কঠিন। আমি ভীষণ হতাশ। তবে সতীর্থদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার দারুণ এক বন্ধন গড়ে তুলেছি- প্রতিটি পদক্ষেেপে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের সাপোর্ট স্টাফদের মাসের পর মাস ধরে অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ।’ 

আরও পড়ুন: প্রিয় অ্যাডিলেডে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: