সিএসকেতেই রয়ে গেলেন জাডেজা, ধোনির সঙ্গে ছবি পোস্ট করে দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা


নয়াদিল্লি: আসন্ন আইপিএল (IPL 2023) মরসুমের আগে আজই সব ফ্রাঞ্চাইজি নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সকল আইপিএল অনুরাগীই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ধরে রাখা খেলোয়াড়দের তালিকা কেমন, সেই নিয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন। কারণ অবশ্যই রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জাডেজার সঙ্গে চেন্নাই সুপার কিংসের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। অনেক রিপোর্টেই দাবি করা হয়েছিল তিনি সম্ভবত সিএসকে ছাড়তে চলেছেন। তবে সিএসকের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ হতেই সেইসব জল্পনার সমাপ্তি ঘটল।

জাডেজার ট্যুইট

আগামী মরসুমেও সিএসকের হলুদ ব্রিগেডের হয়েই খেলতে দেখা যাবে রবীন্দ্র জাডেজাকে। সিএসকের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় জাডেজার নাম রয়েছে। নাম রয়েছে মহেন্দ্র সিংহ ধোনিরও। ধোনির সঙ্গেও জাডেজার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। ধোনি আদৌ আইপিএলে খেলবেন কি না, সেই নিয়েও ছিল প্রশ্নচিহ্ন। তবে ধোনি শুধু খেলবেনই না, তাঁকে পরের মরসুমের অধিনায়কও ঘোষণা করেছে সিএসেকে। এই পুরো বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রবীন্দ্র জাডেজা এক ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেন।

জাডজার পোস্ট করা ছবিতে ধোনির সঙ্গে একই ফ্রেমে জাডেজাকেও দেখা যাচ্ছে। নিজের ছবি ক্যাপশনে জাডেজা লেখেন, ‘সব ঠিকঠাক আছে। নতুন শুরু।’ এই পোস্টের মাধ্যমে জাডেজা তাঁর ও ধোনির সম্পর্ক যে ঠিকঠাক রয়েছে সেটাই দাবি করেন। তবে আরেকদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি কোনও সময় সত্যিই এই দুই মহাতারকার মধ্যে বিভেদ তৈরি হয়েছিল? তার উত্তর ধোনি বা জাডেজাই দিতে পারেন।

Reels

 

বাদ ব্র্যাভো

প্রসঙ্গত, জাডেজাকে ধরে রাখলেও, হলুদ ব্রিগেডের বহু যুদ্ধের ঘোড়া ডোয়েন ব্র্যাভোকে ছেড়ে দিয়েছে সিএসকে। আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক, ৩৯ বছর বয়সি তারকাকে কি আসন্ন আইপিএলে আদৌ আর খেলতে দেখা যাবে? প্রশ্ন থাকছেই। ব্র্যাভোর পাশাপাশি রবিন উথাপ্পা কয়েকদিন আগেই আইপিএল এবং সমস্ত ভারতীয় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই সিএসকের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে তাঁর নাম নেই। তবে আম্বাতি রায়াডুকে ধরে রেখেছে সিএসকে।

আরও পড়ুন: গত মরসুমে ছিলেন অধিনায়ক, নতুন মরসুমে দলেই ঠাঁই হল না কেন, ময়ঙ্কের





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: