সর্বকালের সেরা ভারতীয় ছবি ‘পথের পাঁচালি’, ‘কথামৃত’-র পোস্টার, বিনোদনের সারাদিন


কলকাতা: এই গল্প কথা না বলেও অনেক কিছু বলে যাওয়ার, অনুভূতির আর সম্পর্কের। যিনি কথাই বলতে পারেন না, তাঁর কথা কী করে অমৃত সমান হবে? মুক্তি পেল জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত দ্বিতীয় ছবি ‘কথামৃত’ (Kothamrito)-র অফিসিয়াল পোস্টার। এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-কে। মুক্তির অপেক্ষায় পৌলমী দাস (Paulomi Das) ও অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakraborty) অভিনীত ‘মানবিক’ (Manobik)। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীরূপ শেঠ (Sreerup Seth)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

অপরাজিতা আর কৌশিকের নির্বাক রসায়ন

এই গল্প কথা না বলেও অনেক কিছু বলে যাওয়ার, অনুভূতির আর সম্পর্কের। যিনি কথাই বলতে পারেন না, তাঁর কথা কী করে অমৃত সমান হবে? মুক্তি পেল জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত দ্বিতীয় ছবি ‘কথামৃত’ (Kothamrito)-র অফিসিয়াল পোস্টার। এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-কে। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ছবির অফিসিয়াল পোস্টার। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির ট্রেলার। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন অপরাজিতা ও কৌশিকের রসায়নের ঝলক। নির্বাক এক দাম্পত্য কীভাবে বেঁধে বেঁধে থাকে, সেই গল্পই বলবে এই ছবি। 

আসছে ‘মানবিক’

মুক্তির অপেক্ষায় পৌলমী দাস (Paulomi Das) ও অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakraborty) অভিনীত ‘মানবিক’ (Manobik)। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীরূপ শেঠ (Sreerup Seth)। বিগত দুই বছর গোটা বিশ্ববাসীর কাছেই খুব অপ্রত্যাশিত ছিল। গোটা পৃথিবীর ওপর নেমে আসে ‘করোনা’ অশনি। আর এই করোনা আবহে ঘটে যায় একের পর এক মোড় ঘোরানো ঘটনা। প্রথমে করোনার বাড়বাড়ন্ত, তারপর লকডাউন, এবং এর সঙ্গে দোসর হয়ে হাজির হওয়া ঘূর্ণিঝড় ‘আমফান’।  মানুষের জীবন লকডাউনের প্রভাবে এমনিই দুর্বিষহ হয়ে পড়েছিল অনেকটাই। অর্থাভাব, খাদ্যের অনিশ্চয়তা, কর্মহীনতা সমাজের এক শ্রেণীর মানুষকে ভাবিয়ে তুলছিল প্রতিনিয়ত। তার মধ্যে যখন এসে দোসর হয় ঘূর্ণিঝড় ‘আমফান’, অনেকের মাথা থেকেই ছাদের নিশ্চয়তাটুকুও চলে গিয়েছিল।

একফ্রেমে শাশ্বত, ঋতুপর্ণা, পরমব্রত

এই গল্প একটি রাতের। এক দুর্গাদালানেই বসেই যেন অতীতের ঘটনা তুলে আনলছেন অনেকে, লড়াই করছেন বর্তমানের সঙ্গে। এই গল্প কী নারীশক্তির? সমাজের অন্ধকার দিকে? নাকি পরোক্ষ রাজনীতির? রঞ্জন ঘোষ (Ranjan Ghosh) পরিচালিত ‘মহিষাসুরমর্দ্দিনী’ ছবির ট্রেলারের পরতে পরতে ফুটে উঠল রহস্য আর পরিস্থিতির টানাপোড়েনের গল্প। সদ্য মুক্তি পেয়েছে  ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত ছবি ‘মহিষাসুরমর্দ্দিনী’ -র ট্রেলার। এই ছবিটি ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কারও। আর এবার সাধারণ দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রঞ্জন ঘোষের নতুন এই ছবি।

আরও পড়ুন:Dona Ganguly: ‘আনন্দ হলেই ভাসান নাচ করেন সৌরভ’, প্রতিযোগিতার মঞ্চে এসে বললেন ডোনা

সর্বকালের সেরা ভারতীয় ছবি ‘পথের পাঁচালি’

বাঙালিয়ানার মুকুটে নতুন পালক। কিংবদন্তি সিনেমাকে সম্মানিত করল ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক (International Federation of Film Critics)। সত্যজিৎ রায় (Satyajit Roy) নির্মিত ‘পথের পাঁচালি’ (Pother Panchali) -কে সর্বকালের সেরা ভারতীয় ছবির সম্মান দেওয়া হল। ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক-এর তরফে গোপনে একটি নির্বাচন করা হয়েছিল। এই নির্বাচনে অংশ নিয়েছিলেন ৩০ জন। আর সেই নির্বাচন থেকেই বেছে নেওয়া হয়েছে ভারতের সেরা ১০ ঐতিহাসিক ছবিকে। আর এই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে ‘পথের পাঁচালি’-র।

অমিতাভকে নিয়ে আবেগপ্রবণ পরিণীতি

সদ্য মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর নতুন ছবি ‘উঁচাই’-এর (Uunchai) একাধিক পোস্টার। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-কে। আর এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিণীতি। অভিনেত্রী বলছেন, ‘আমি ভীষণ ভাগ্যবান যে এই বছর আমি অমিতাভজীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। উনি এই বছর আশিতে পা রাখলেন। মাইলস্টোন। এই বছর উঁচাই ছবিতে ওঁর সঙ্গে কাজ আমার চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। উনি প্রতিটা কাজ এত যত্ন সহকারে করেন, এবং প্রত্যেকদিন, প্রত্যেকবার এমনভাবে ক্যামেরার সমানে আসেন যেন এটা ওঁর কেরিয়ারের প্রথম দিন, প্রথম শট। কাজের প্রতি ওঁর যত্ন, নিজেকে সঁপে দেওয়া দেখে শেখবার মতো। ওঁর সঙ্গে কাজ করার শখ আমার দীর্ঘদিনের। আমার সিনেমায় কাজ করার অভিজ্ঞতা অসম্পূর্ণ রয়ে যেত, যদি আমি অমিতজীর সঙ্গে কাজ না করতে পারতাম।’  



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: