সম্পন্ন হল শেষকৃত্য, উপস্থিত ছিলেন ম্যাথু পেরির ৫ ‘ফ্রেন্ডস’



নয়াদিল্লি: ভাঙন ধরেছে ‘ফ্রেন্ডস’-দের (F.R.I.E.N.D.S) মধ্যে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ম্যাথু পেরি (Matthew Perry)। ছেড়ে গেছেন তাঁর বাকি পাঁচ বন্ধুকে। সারা বিশ্বকে কাঁদিয়ে গত ২৮ অক্টোবর প্রয়াত হন সবার প্রিয়, সদাহাস্যময় চ্যান্ডলার বিং (Chandler Bing)। শুক্রবার, ৩ নভেম্বর, ম্যাথুর শেষকৃত্যে হাজির হয়েছিলেন বাকি ‘ফ্রেন্ডস’রা। 

ম্যাটের শেষকৃত্যে হাজির বাকি পাঁচ ‘ফ্রেন্ডস’

শুক্রবার, লস অ্যাঞ্জেলসের হিলসে ‘ফরেস্ট লন চার্ট’-এ ম্যাথু পেরির শেষকৃত্যের আয়োজন করা হয়। অবশ্যই উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। 

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাথু পেরির সৎ বাবা কিথ মরিসন ও বাবা জন বেনেট পেরিকে দেখতে পাওয়া যায় বাইরে। উল্লেখযোগ্য, এই কবরস্থানের উল্টোদিকেই ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওজ। সেখানেই এক দশক ধরে বিশ্বখ্যাত সিটকম ‘ফ্রেন্ডস’-এর শ্যুটিং করেছিলেন ম্যাথু পেরি ও তাঁর পাঁচ বন্ধু। এদিন জেনিফার অ্যানিস্টন (Jennifer Aniston), লিসা কুদ্রো (Lisa Kudrow), কর্টনি কক্স (Courteney Cox), ম্যাট লেব্লাঙ্ক (Matt LeBlanc) ও ডেভিড স্ক্রুমারকে (David Schwimmer) দেখা যায় একসঙ্গে কালো পোশাক পরে পৌঁছতে। 

এর আগে ‘ফ্রেন্ডস’ কলাকুশলীরা তাঁদের বন্ধুর প্রয়াণের পর এক যৌথ বিবৃতি জারি করেন। ‘ম্যাথু চলে যাওয়ায় আমরা সকলে গভীরভাবে শোকাহত। আমরা কেবল সহকর্মীর থেকেও অনেক বেশি ছিলাম। আমরা একটা পরিবার। কত কথা বলার আছে, কিন্তু আপাতত আমরা শোকপালনের জন্য এবং এতবড় অপূরণীয় ক্ষতি মেনে নেওয়ার জন্য সময় চেয়ে নেব। আপাতত আমার চিন্তা ও ভালবাসা ম্যাটির পরিবার, বন্ধু ও গোটা বিশ্বে যাঁরা ওঁকে ভালবাসতেন সকলের জন্য রইল।’

 

‘ফ্রেন্ডস’ সিটকমের সহ-নির্মাতা ও কার্যনিবাহী সহায়ক মার্টা কফম্যান ও ডেভিড ক্রেন, এবং কার্যনির্বাহী প্রযোজক ও পরিচালক কেভিন ব্রাইটও আবেগঘন বিবৃতি প্রকাশ করেন। 

আরও পড়ুন: Hrithik Roshan: ‘টাইগার ৩’-তে কি দেখা মিলবে হৃত্বিক রোশনেরও? জোর জল্পনা বলিউড মহলে

২৮ অক্টোবর, বিকেল ৪টের পর, বাড়ির হটটাব থেকে উদ্ধার হয় ম্যাথু পেরির অসাড় দেহ। অতীতে নেশার জন্য একাধিকবার রিহ্যাবে যেতে হয়েছে পেরিকে। গত বছর প্রকাশিত ‘Friends, Lovers and the Big Terrible Thing’, শীর্ষক মেমোয়ায় তিনি নিজেই জানিয়েছিলেন, অন্তত ৬৫ বার ‘ডিটক্স’ করতে হয়েছিল তাঁকে। নেশার গ্রাস কাটিয়ে সুস্থ জীবনে ফেরার জন্য ৯০ লক্ষ মার্কিন ডলার খরচও হয় অভিনেতার। এখানেই শেষ নয়। ভেঙে পড়া শরীরের জন্য আরও ভুগেছেন তিনি। ২০১৮ সালে কোলনের সমস্যার জন্য সাত ঘণ্টার অস্ত্রোপচার হয়েছিল পর্দার সদাহাস্য চ্যান্ডলারের দেহে। তার পর, দীর্ঘ কয়েক মাস কোলোস্টমি ব্যাগ ব্যবহার করতে হত তাঁকে। গত শনিবার সমস্ত ব্যথা-যন্ত্রণার অবসান হয়। সর্বক্ষণ পর্দা মাতিয়ে রাখা চ্যান্ডলার বিং কিনা শেষমেশ নিজের বাড়িরই হটটাবে চলে গেলেন। আর শেষযাত্রায় সঙ্গী হলেন তাঁর পাঁচ ‘ফ্রেন্ডস’। 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: