সবাই তোমার সঙ্গে আছে, দ্রুত সেরে ওঠো ভাই, মন জিতল পন্থের জন্য ওয়ার্নারের প্রার্থনা



সিডনি: আইপিএলে (IPL) তাঁরা খেলেন এক দলে। একসঙ্গে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচও জিতিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে।

ঋষভ পন্থের দুর্ঘটনা উদ্বিগ্ন করে তুলেছে অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নারকেও (David Warner)। পন্থের জন্য প্রার্থনা করলেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা সবাই তোমার সঙ্গে আছি। দ্রুত সেরে ওঠো ভাই’। সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে পন্থের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেছেন ওয়ার্নার। তাঁর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অনেকেই মনে করছেন যে, পন্থের পরিবর্তে এই মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে দেখা যাবে ওয়ার্নারকেই। কারণ, পন্থের পক্ষে আইপিএলের আগে সুস্থ হয়ে মাঠে ফেরা সম্ভব নয় বলেই মত চিকিৎসকদের।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর থেকে ভারতীয় দলের উইকেটকিপারকে নিয়ে উদ্বিগ্ন দেশের ক্রিকেট মহল। দেহরাদূনের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পন্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে কোকিলাবেন হাসপাতালে ডক্টর পড়দিওয়ালার নেতৃত্বে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।

তবে ভক্ত ও সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, পন্থের ডান পায়ের হাঁটু ও গোড়ালি এখনও বেশ ফুলে রয়েছে। যে কারণে এখনও তাঁর হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। তবে চোট পাওয়া দু’জায়গাতেই অস্ত্রোপচার করা হতে পারে।

পন্থের মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে?

চিকিৎসকরা বলছেন, ৮ থেকে ৯ মাস সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, এমনকী, তার পরে এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না পন্থ।

 


আরও পড়ুন: ABP Exclusive: ভারতীয় দলের ‘ভূত’ তাড়া করল বাংলাকেও, এই ড্র জয়ের সমান, বলছেন আত্মবিশ্বাসী মনোজ





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: