সবচেয়ে আকর্ষণীয় টাকমাথা পুরুষ, ব্রিটেনের সিংহাসন এখনও দূরে, নয়া শিরোপা ডায়ানা-পুত্র


নয়াদিল্লি: সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে ঘন-কালো কেশরাশির উল্লেখ উঠে আসে। তাই বলে কি টাকমাথা লোকজন কি সুন্দর বা আকর্ষণীয় নন! প্রচলিত ধ্যান-ধারণা পাল্টাচ্ছে সময়ের সঙ্গে। এবার তার সঙ্গে নাম জুড়ে গেল ব্রিটেনের যুবরাজ, প্রিন্স উইলিয়ামের। চলতি বছরে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টাকমাথার পুরুষ নির্বাচিত হলেন তিনি। গুগল সার্চের উপর নির্ভর করে সম্প্রতি একটি সমীক্ষার বিচারে এই শিরোপা পেয়েছেন প্রিন্স উইলিয়াম। (Prince William)

আকর্ষণীয় পুরুষের মাপকাঠি হিসেবে উচ্চতা, সম্পত্তি এবং সর্বোাপরি টাকমাথাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তাতে সমকক্ষদের ছাপিয়ে গিয়েছেন প্রিন্স উইলিয়াম। ১০-এর মধ্যে ৯.৮৮ নম্বর পেয়েছেন তিনি। ২০২৩ সালের সবচেয়ে আকর্ষণীয় টাকমাথা পুরুষ নির্বাচিত হয়েছেন। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে বাকিদের জনপ্রিয়তায় পিছনে ফেলে দিয়েছেন তিনি। (Sexiest Bald Man 2023)

প্রিন্স উইলিয়ামের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৩০ কোটি টাকা। সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তা হল, গুগলে কমপক্ষে ৩৭ হাজার বার প্রিন্স উইলিয়ামের উন্মুক্ত ঊর্ধাঙ্গের ছবি খোঁজা হয়েছে। পাশাপাশি তাঁর নগ্ন ছবির খোঁজও করা হয়েছে কয়েক হাজার বার। বাগ্মিতার জন্য ১০-এর মধ্যে প্রিন্স উইলিয়াম ১০-এর মধ্যে ৯.৯১ নম্বর পেয়েছেন। উজ্জ্বল উপস্থিতির জন্য পেয়েছেন ১০-এর মধ্যে ৮.৯০ নম্বর।

আরও পড়ুন: তীব্র নিন্দা হোয়াইট হাউসের, বিজ্ঞাপন বন্ধ করল Apple, Disney, ‘ইহুদিবিদ্বেষী’ পোস্ট নিয়ে রোষে মাস্ক

দৌড়ে যাঁদের পিছনে ফেলেছেন প্রিন্স উইলিয়াম, তাঁরা কেউই হেলেফেলা করার মতো নয়। সেই তালিকায় রয়েছেন হলিউড তারকা ভিন ডিজেল, জেসন স্টেথাম, স্যামুয়েল এল জ্যাকসন। এমনকি বিশ্বের অন্যতম ধনকুবের, অ্যামাজন কর্তা জেফ বেজোসও সেরা টাকমাথা আকর্ষণীয় পুরুষ হওয়ার দৌড়ে শামিল ছিলেন। কিন্তু সকলকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন প্রিন্স উইলিয়াম। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভিন, তৃতীয় স্থানে জেসন, চতুর্থ স্যামুয়েল, পঞ্চম জেফ, ষষ্ঠ বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডন, সপ্তম হয়েছেন WWE তারকা ডোয়েন জনসন, অষ্টম হলিউড তারকা শেমার মুর, নবম বাস্কেটবল খেলোয়াড় শাকিল ও’নিল এবং দশম হয়েছেন টেরি ক্রুজ।

প্রিন্স উইলিয়াম  এই শিরোপার যোগ্য দাবিদার বলে মত নেটিজেনদের অধিকাংশের। এ নিয়ে প্রিন্স উইলিয়ামের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তিনিও এই শিরোপায় খুশি হবেন বলে মনে করছেন নেটিজেনরা। প্রিন্স উইলিয়ামের মা, ডায়ানা মৃত্যুর এত বছর পর, আজও বিশ্বের সেরা সুন্দরী হিসেবে বিবেচিত হন। প্রিন্স উইলিয়ামকে নিয়েও একসময় মাতামাতি তরুণীদের মধ্যে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই জনপ্রিয়তায় ভাঁটা পড়ে। প্রিন্স উইলিয়ামের টাকমাথা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন অনেকে। কিন্তু সেই টাকমাথা তাঁর আকর্ষণ বাড়িয়ে তুলেছে বলেই ধরা পড়েছে সমীক্ষায়।

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: