সফলভাবে কক্ষপথ বদল সৌরযানের-সব খবর ভাল, জানাল ISRO


কলকাতা: ভারতের সৌর অভিযানের (Solar Mission) উৎক্ষেপণ হয়ে গিয়েছে। এবার পরের ধাপও সফল ভাবে সম্পন্ন করল আদিত্য এল ওয়ান (Aditya L1)

পৃথিবী প্রদক্ষিণ করার প্রথম ধাপ বা প্রথম আর্থ বাউন্ড ম্যানুভার (first Earth-bound maneuvre) বাউন্ড সফলভাবে সম্পন্ন করেছে আদিত্য এল ওয়ান (Aditya L1)। ৩ সেপ্টেম্বর ট্যুইট করে জানিয়েছে ইসরো (ISRO)। বেঙ্গালুরুর ISTRAC থেকে গোটা বিষয়টি সফলভাবে করা হয়েছে, এর ফলে এখন নতুন কক্ষপথে উঠে এল আদিত্য এল ওয়ান। ২৪৫ কিমি X ২২৪৫৯ কিলোমিটার এ রয়েছে এখন ভারতের সৌরযান। 

 

পরের ধাপ কী?
এরপরের ম্যানুভার বা কক্ষপথ বদল যেটি হবে। সেটি ৫ সেপ্টেম্বর হওয়ার কথা, রাত তিনটের সময়।  

৫ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালাবে ইসরোর সৌরযান। সূর্যের বায়ুমণ্ডল থেকে নজরে সৌরজগতের সৃষ্টি রহস্য। ল্যাগ্রেঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে অতি বেগুনি রশ্মির প্রভাব খতিয়ে দেখবে আদিত্য এল ওয়ান। আগাম আঁচ পাওয়ার চেষ্টা অন্যান্য সৌর বিপদ নিয়েও।

কতগুলি পেলোড:
ইসরো সূত্রে খবর, আদিত্য এল ওয়ানে, মোট সাতটি পেলোড রয়েছে। 
সেগুলি হল – Visible Emission Line Coronagraph বা VELC
The Solar Ultra-violet Imaging Telescope বা SUIT
The Aditya Solar wind Particle EXperiment বা ASPEX
Plasma Analyser Package for Aditya বা PAPA
The Solar Low Energy X-ray Spectrometer বা SoLEXS
The High Energy L1 Orbiting X-ray Spectrometer বা HEL1OS 
এবং Magnetometer। 

সৌর করোনা এবং তার গতিশীলতা পরিমাপ করবে VELC. SUIT পরীক্ষা করবে সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের কাছাকাছি এলাকায় আল্ট্রা-ভায়োলেট রশ্মির প্রভাব। ASPEX ও  PAPA নজর রাখবে সৌর ঝড় এবং শক্তিশালী আয়ন ও তাদের শক্তি বিকিরণের দিকে। SoLEXS এবং HEL1OS পরীক্ষা করবে তারা হিসেবে সূর্যের আলোর কণার বিকিরণ ও গতি নিয়ে। আর Magnetometer খতিয়ে দেখবে, L1 পয়েন্টে আন্তঃগ্রহ চৌম্বক ক্ষেত্র কতটা।

সূত্রের খবর, লাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছানোর পরে VELC পেলোড প্রতি দিন প্রায় দেড়া হাজার ছবি তুলে পাঠাবে। সেই ছবি দেখে তথ্য বিশ্লেষণ করবেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন:  এক বছরে সাড়ে চার গুণ রিটার্ন, ব্যাঙ্কে নয়-এই মাল্টিব্যাগার স্টকে করতে পারেন বিনিয়োগ





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: