সংঘর্ষের ৩ মাস পার, ইজরায়েলি হামলায় লেবাননে হত হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার



<p><strong>নয়াদিল্লি</strong>: তিন মাস পেরিয়েও থামেনি ইজরায়েল-হামাস সংঘর্ষ। এর মধ্যে হেজবোল্লার দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলায় মারা গিয়েছে তাদের এক শীর্ষ কমান্ডার। হেজবোল্লার অন্যতম প্রশিক্ষিত বাহিনী, ‘রদওয়ান’ ফোর্সের সদস্য ওই ব্যক্তির নাম উইসাম তাওয়িল বলে লেবানন সূত্রে খবর। হালের ইজরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে উইসামের মৃত্যুতে এক অন্যতম শীর্ষস্থানীয় এক নেতাকে হারাল হেজবোল্লা।</p>
<p><strong>কী জানা গেল?</strong><br />কারও মৃত্যু নিয়ে মন্তব্য না করলেও ইজরায়েলের সেনা প্রত্যাঘাতের কথা স্বীকার করেছে। তাদের দাবি, সীমান্তপার থেকে যে ভাবে হামলা চলছে, তার জবাবে হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে পাল্টা দিয়েছে ইজরায়েলের বাহিনীও। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার টালমাটাল পরিস্থিতি তীব্রতর হওয়ার আশঙ্কা। ইজরায়েল, ব্রিটেন-সহ পশ্চিমি দুনিয়ার একাধিক দেশের কাছে, হেজবোল্লা জঙ্গিগোষ্ঠী। লেবাননের বড় অংশের ক্ষমতা তাদেরই হাতে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক ক্ষমতার পাশাপাশি দস্তুরমতো রাজনৈতিক ক্ষমতাও রয়েছে। বস্তুত, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরুর থেকে প্রায় নিয়মিত লেবানন সীমান্ত থেকেও গুলিবর্ষণ জারি রেখেছে তারা। পরিস্থিতি এমনই যে ইজরায়েলের প্রধানমন্ত্রী সোমবার, দেশের উত্তরাংশে, লেবাননের সঙ্গী সীমান্তে মোতায়েন সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘যেনতেনপ্রকারেন এই অংশে শান্তি ফেরাতেই হবে।’&nbsp;<br />লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানায়, কিরবেত সেলিমের অল-দাবসা এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। তাতে দুজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় কিছু জানায়নি সংবাদমাধ্যম। লেবাননের নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, নিহত এক জন হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার উইসাম তাওয়িল। অন্য জনও হেজবোল্লারই সদস্য।&nbsp;</p>
<p><strong>আর যা…</strong><br />শুধু হেজবোল্লা নয়, ইজরায়েলের সেনা সূত্রে খবর, হামাসের রকেট হামলার নেপথ্যে থাকা অন্যতম শীর্ষস্থানীয় একজনকে সোমবারই&nbsp; সিরিয়ায় শেষ করেছে তারা। নিহতের নাম হাসান হাকাসাহ। ইজরায়লি সেনা সূত্রে জানানো হয়েছে, সিরিয়া থেকে হামাস যে রকেট ছুড়েছিল, তার নেপথ্যে অন্যতম হাত ছিল হাসানের। ইজরায়েলের সেনার বক্তব্য, ‘আমরা সিরিয়া থেকে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করব না। এরকম কিছু হলে সিরিয়াকে তার দায় নিতে হবে।’ এদিকে তিন মাসের বেশি সময় ধরে চলতে থাকা ইজরায়েল-হামাস সংঘর্ষে গাজার অবস্থা অত্যন্ত শোচনীয়। শেষ ২৪ ঘণ্টায় আরও ২৪৯ প্যালেস্তিনীয়র প্রাণ গিয়েছে বলে খবর। এর মধ্যে ওই অঞ্চলে সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।</p>
<p><a title="আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ‘আপত্তিজনক মন্তব্যে’ ৩ ডেপুটি মিনিস্টারকে সাসপেন্ড মলদ্বীপের" href="https://bengali.abplive.com/news/maldives-suspends-3-deputy-ministers-over-derogatory-remarks-over-pm-narendra-modi-1037498" target="_blank" rel="noopener">আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ‘আপত্তিজনক মন্তব্যে’ ৩ ডেপুটি মিনিস্টারকে সাসপেন্ড মলদ্বীপের</a></p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: