শেষবার ইডেনে গড়েছিলেন বিশ্বরেকর্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে আবারও কি চলবে রোহিতের ব্য়াট?


কলকাতা: ইডেন গার্ডেন্স (Eden Gardens) বরাবরই রোহিত শর্মার (Rohit Sharma) পছন্দের মাঠ। ক্রিকেটের নন্দনকাননে ভুরিভুরি রান করেছেন রোহিত। নয় বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই ইডেনেই বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন ‘হিটম্যান’। ফের একবার দিনরাতের ওয়ান ডে ম্যাচে ইডেনে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাই স্বাভাবিকভাবেই রোহিতের ব্যাটে রান দেখার প্রত্যাশায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। ইডেনে কি ফের একবার চলবে রোহিতের ব্যাট?

নজরে রোহিত

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ওয়ান ডে (IND vs SL 2nd ODI) জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। রোহিত ব্যক্তিগতভাবেও ছন্দে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিনি শতরান হাতছাড়া করেছেন বটে, তবে ৬৭ বলে ৮৩ রানের তাঁর ইনিংসে ছিল রোহিতের ফর্মে ফেরার ইঙ্গিত। এই বছরেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। হতাশাজনক ২০২২ সালের পর তাই অধিনায়ক রোহিতের দিকে বিশেষ নজর থাকবেই। ইডেনে রোহিত আবার ব্যাট হাতে ঝড় তুলতে পারেন কি না, সেইদিকে নজর থাকবেই। নজর থাকবে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দিকেও।

প্রথম ওয়ান ডেতে ভারত জয়ী হলেও, ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। টি-টোয়েন্টি সিরিজেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। শানাকাই ভারত ও জয়ের মধ্যে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। শানাকাকে দ্রুত সাজঘরে ফেরাতে ভারতের ভরসা উমরান মালিক। তিনি প্রথম ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন। ইডেনের পিচ উমরানের গতিসহায়কই। মোটের ওপর ক্রিকেটপ্রেমীরা ফের একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন।

কোথায় ম্যাচ?

ইডেন গার্ডেন, কলকাতায় আয়োজিত হবে ম্যাচটি।

কখন খেলা?

ম্যাচ শুরু দুপুর ১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ১টায়।

কোথায় দেখা যাবে খেলা?

ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।

আবহাওয়া

ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের বেলায় তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে, রাতের বেলায় তা কমতে কমতে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার পূর্বাভাস।

আরও পড়ুন: শানাকার বিরুদ্ধে মাঁকড় আউটের আপিল প্রত্যাহার করায় রোহিতকে প্রশংসায় ভরালেন জয়সূর্য



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: