শিল্পসন্ধানে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী, আজ দুপুরেই সেখানে শিল্প বাণিজ্য সম্মেলন, কে কে থাকছেন?


আশাবুল হোসেন, কলকাতা : স্পেনের পরে এবার শিল্প সন্ধানে দুবাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই বন্দর পরিদর্শনের পরে সেখানকার কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব-সহ পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা। ছিলেন দুবাইয়ে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট এবং বণিকসভা ফিকির প্রতিনিধিরাও।

সূত্রের খবর, বাংলায় শিল্প-বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নে বন্দরের ব্যবহার আর বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা হয় বৈঠকে। কথা হয়, শিল্পতালুক-সহ অন্যান্য বিষয়েও। দুবাই বন্দরের আধিকারিকদের বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যসচিব। 

বৃহস্পতিবার সকালেই বার্সেলোনা থেকে দুবাই এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে দুবাইয়ে শিল্প বাণিজ্য সম্মেলন। উপস্থিত থাকবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা -সহ দেশের বিশিষ্ট শিল্পপতিরা, থাকবেন দুবাইয়ের শিল্পপতিরাও। এরপর প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: