রোনাল্ডোর খেলা নিয়ে সংশয়, কোথায়, কখন দেখবেন পর্তুগাল-দক্ষিণ কোরিয়ার ম্যাচ?



<p><strong>দোহা: </strong>গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নক আউটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছ পর্তুগাল। অপরদিকে, মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। পর্তুগালকে হারাতে পারলেই কেবলমাত্র পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করতে পারবেন সন হিউং-মিনরা। চ্যালেঞ্জ কঠিন হলেও অসম্ভব কিন্তু নয়।</p>
<p>ইউরোপিয়ান দলগুলির বিরুদ্ধে বিশ্বকাপে অতীতে ২৩টি ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। অপরদিকে, পর্তুগাল এশিয়ার দলগুলির বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে। তবে ২০০২ সালের বিশ্বকাপে এই দুই দলের একমাত্র সাক্ষাৎকারে কিন্তু পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করেছিল দক্ষিণ কোরিয়া। নিজেদের ঘরের মাঠে সেইবার অসাধারণ খেলেছিলেন কোরিয়ার ফুটবলাররা। শুক্রবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।</p>
<p><strong>খেলা কবে?</strong></p>
<p>২ ডিসেম্বর, শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধ মাঠে নামছে পর্তুগাল।</p>
<p><strong>কোথায় হবে খেলা?</strong></p>
<p>পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচটি আয়োজিত হবে এডুকেডসন সিটি স্টেডিয়ামে।</p>
<p><strong>কখন শুরু ম্যাচটি?</strong></p>
<p>ভারতীয় সময় অনুযায়ী রাত ৮.৩০-টায় শুরু হবে খেলা।&nbsp;</p>
<p><strong>কোথায় দেখা যাবে পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়ার এই ম্যাচটি?</strong></p>
<p>স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।</p>
<p><strong>অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?</strong></p>
<p>অনলাইনে জিও সিনেমায় পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচটি দেখা যাবে।</p>
<p><strong>হেড-টু-হেড&nbsp;</strong></p>
<p>বিশ বছর আগে ২০০২ সালে একবারই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পর্তুগিজদের হারিয়ে জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া।</p>
<p><strong>রোনাল্ডোর খেলা নিয়ে সংশয়</strong></p>
<p>এই ম্যাচে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।&nbsp;ম্যাচের আগে দলের কোচ ফার্নান্দো স্যান্টোসও (Fernando Santos) রোনাল্ডোর মাঠে নামা বা না নামা নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি।</p>
<p>স্যান্টোস গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন,&nbsp;’আমার মনে হয় ওর মাঠের নামার সম্ভাবনা একেবারে ৫০-৫০। দেখা যাক কী হয়। গোটা বিষয়টাই ও আজ অনুশীলন করছে কি না এবং করলেও, ঠিক কতটা ভালভাবে করতে পারছে, তার ওপর নির্ভরশীল। ওকে দেখে যদি মনে হয় ও ম্যাচের জন্য প্রস্তুত, তাহলে আমরা ভেবে দেখব। তবে ও না খেললেও কেমনভাব দল সাজাব, সেই বিষয়ে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।’ ৩৭ বছরের রোনাল্ডো বুধবার (৩০ নভেম্বর) অনুশীলন করেননি। পরিবর্তে তিনি জিমে থেকে কসরত করেন।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বেলজিয়ামের কোচের পদ থেকে সরলেন রবার্তো মার্টিনেজ" href="https://bengali.abplive.com/sports/football/roberto-martinez-steps-down-as-belgium-coach-939097" target="_self">ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বেলজিয়ামের কোচের পদ থেকে সরলেন রবার্তো মার্টিনেজ</a></strong></p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: