রিলি রসউ-র দুরন্ত শতরান, ২২৭ রানের বড় স্কোর দক্ষিণ আফ্রিকার


ইনদোর : নিয়মরক্ষার লড়াইয়ে দুরন্ত প্রোটিয়া ব্যাটিং। কুইন্টন ডি ককের (Quinton de Kock) (৬৮) দুরন্ত অর্ধশতরানের পর রিলি রসউ-র (অপরাজিত ১০০) দুরন্ত শতরানে ৩ উইকেটে ২২৭ রানের বড় স্কোর খাড়া করল দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে প্রথম দুটো ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে তারা। নিয়মরক্ষার ম্যাচে বিরাট কোহলি ও কেএল রাহুলহীন ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াইয়ে নেমেছে প্রোটিয়ারা। টসে জিতে যে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

ডি কক- রোসুর দুরন্ত পার্টনারশিপ

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (৩) অল্প রানে ফিরলেও বড় পার্টনারশিপ খাড়া করেন। ৯০ রানের পার্টনারশিপের মাথায় ডি’কক সাজঘরে ফিরে যান। ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮ রানের ইনিংস খেলেন ডি’কক। তিনি ফিরলেও দলের স্কোর টানতে থাকেন রিলি রসউ (Rilee Rossouw)। ট্রিসটান স্টাবসকে সঙ্গে নিয়ে ৮৭ রানের পার্টনারশিপ খাড়া করেন তিনি। ৭ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন রসউ। শেষপর্যন্ত ৩ উইকেটে ২২৭ রানের বড় স্কোর খাড়া করে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় পেসারদের মধ্যে দীপক চাহার (১/৪৮) ও উমেশ যাদব (১/৩৪) একটি করে উইকেট নেন। রান আউট হন ডি’কক।


এর পরে  অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে রিজার্ভ বেঞ্চের গভীরতা মেপে নিতে চাইছেন। প্রসঙ্গত, জল্পনা মতোই চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা। গতকালই বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। তবে তাঁর পরিবর্ত হিসাবে কারুর নাম এখনও জানানো হয়নি। 

আরও পড়ুন- নিয়মরক্ষার ম্যাচে একাদশে ঢুকলেন শ্রেয়স, উমেশ, সিরাজ





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: