রাতের আঁধারে মহড়া দিতে গিয়ে ভাঙল মার্কিন সেনা চপার, মৃত ৯



কেন্টাকি: রাতের আঁধারে মহড়া (Rehearsal) দেওয়ার সময় দুটি মার্কিন সেনা চপার (HH-60 Black Hawk Crash) ভেঙে পড়ে প্রাণ হারালেন ৯ জন। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালে এই খবর জানান ফোর্ট ক্যাম্পবেলের মুখপাত্র ননডিস থারম্যান। বুধবার রাতে দক্ষিণপশ্চিম কেন্টাকিতে (Kentucky) দুর্ঘটনাটি ঘটেছে, জানান তিনি। নির্ধারিত মহড়া দিতে গিয়েই বিপত্তি।

কী ঘটেছিল?
মার্কিন সেনার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয় বুধবার রাতে 101st Airborne Division-র দুটি HH-60 Black Hawk হেলিকপ্টার নিয়মিত মহড়া দিতেই উড়েছিল। কিন্তু রাত দশটা নাগাদ বিপত্তির খবর আসে। ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে ভেঙে পড়ে কপ্টারদুটি। দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। তবে ৯ মার্কিন সেনার মৃত্যুর খবর মোটামুটি নিশ্চিত। যেখানে কপ্টারদুটি আছড়ে পড়েছে, তার মাইলখানেক আগেই বাড়ি নিক টোমাজেস্কির। দুর্ঘটনার কয়েক লহমা আগেই মার্কিন সেনার ওই দুটি  HH-60 Black Hawk-কে নিজের বাড়ির মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখেছিলেন তিনি। বললেন, ‘কোনও কারণে আমি ও আমার স্ত্রী গত কাল রাত পর্যন্ত জেগে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাতই নজরে আসে কপ্টারদুটি। খুব নিচ দিয়ে উড়ছিল, কাছাকাছিও চলে এসেছিল।’ তবে কিছুক্ষণের মধ্যেই কপ্টারগুলির সব আলো নিভে যায়, দেখেছিলেন ওই বাসিন্দা। যেন আকাশের মধ্যে হঠাৎ হারিয়ে গেল দুজন।   

যা জানা গেল..
দুটি কপ্টারই জনবসতিপূর্ণ এলাকার কাছে একটি খেতের মধ্যে আছড়ে পড়ে। তবে তাতে আশপাশে কারও কোনও ক্ষতি হয়নি, জানান 101st Airborne Division-র ডেপুটি কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস। যদিও মর্মান্তিক পরিণতি এড়াতে পারেননি হেলিকপ্টারের যাত্রীরা। দুটি কপ্টারের একটিতে পাঁচ জন, দ্বিতীয়টিতে চার জন ছিলেন। প্রত্যেকেই মারা যান। 

প্রশাসনের প্রতিক্রিয়া…
মর্মান্তিক এই ঘটনায় শোকার্ত কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ‘বরাবর যা করে এসেছি, এবারও তাই করব। এই হতভাগ্য পরিবারগুলিকে দুহাত দিয়ে আগলে রাখব। আগামী প্রত্যেকটি দিন, সপ্তাহ, ওঁদের সঙ্গে থাকব।’ দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন মিনিটখানেক নীরবতা পালন করে কেন্টাকি সেনেট। আমেরিকার পাশাপাশি একাধিক দেশ এই HH-60 Black Hawk helicopter ব্যবহার করে থাকে। নানা কারণে এই কপ্টারের ব্যবহার হয়ে থাকে। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটি এখনও স্পষ্ট নয়। জানতে তদন্ত চালাচ্ছে মার্কিন সেনা। একই সঙ্গে মৃতদের পরিবারের পাশে

দাঁড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন:রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: