যাত্রীবাহী ট্রেনে মালবাহীর ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে, নিহত ২০, আহত বহু


ঢাকা : পুজোর (Durga Puja 2023) আনন্দের মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেনের পিছনে ধাক্কা মালবাহী ট্রেনের। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশের কিশোরগঞ্জে (Bangladesh Train Accident)। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার জেরে চলে গিয়েছে ২০ টি প্রাণ। আহত হয়েছে অনেকে। 

সোমবার বিকেলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশের স্থানীয় সময় ৪ টে নাগাদ যাত্রীবাহী ট্রেনের পিছনে এসে ধাক্কা মারে মালবাহী ট্রেনটি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, চট্টগ্রামের দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। যেটি কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেসের পিছনের দিকে কামরাগুলিতে গিয়ে সজোরে ধাক্কা মারে। 

ভয়াবহ ধাক্কার পরই যাত্রীবাহী ট্রেনের পিছনের দিকের কয়েকটি কামরা ট্রেনলাইন থেকে ছিটকে যায়। উল্টে যায় সেগুলি। যার কিছুটা পরই ভেসে আসতে শুরু করে মানুষের আর্তনাদ। দুর্ঘটনার কিছুটা পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা শিবিরের কর্মীরা। ট্রেনের উল্টে যাওয়া কামরায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ লাগান স্থানীয়রাও। দুর্ঘটনার কিছুটা পর থেকেই একে একে উদ্ধার হতে থাকে মৃতদেহের সারি। দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয় উদ্ধারকারী ট্রেনও।

বাংলাদেশের রাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রেস সচিব শাহজাহান সিকদার জানিয়েছেন, প্রায় ডজনখানেক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চালাচ্ছে।

ঢাকা রেলওয়ে পুলিশের সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, যাত্রীবাহী ট্রেনেরর পিছনের দিকের কামরাগুলিতে গিয়ে ধাক্কা মারে মালবাহী ট্রেনটি। তবে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, ঠিক কী কারণ, তা জানতে বিস্তারিতভাবে গোটা ঘটনার তদন্ত করা হবে। আপাতত দ্রুত যাতে উদ্ধারকার্য সম্পূর্ণ করা যায়, সেদিকেই নজর রয়েছে আমাদের।                                                                                                                                    

আরও পড়ুন- মাটি হবে দশমী, একাদশীও ? পুজোর শেষলগ্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি-অসুর



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: