‘যাত্রা থামানোর অজুহাত’, স্বাস্থ্যমন্ত্রীর চিঠির পর খোঁচা রাহুলের



নয়া দিল্লি : ‘ভারত জোড়ো যাত্রা’-য় (Bharat Jodo Yatra) ব্যাঘাত ঘটাতেই করোনা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আজ এমনই অভিযোগ তোলেন কংগ্রেসের কমিউনিকেশন ইন-চার্জ জয়রাম রমেশ। এবার সেই সুরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে (Health Minister) একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি সরাসরি অভিযোগ করেন, কোভিড প্রোটেকল না মানা হলে যাত্রা থামিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, তা একপ্রকার অজুহাত।

কী বললেন রাহুল ?

হরিয়ানার নু-তে এক সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “এই যাত্রা কাশ্মীর পর্যন্ত যাবে। এখন ওরা (বিজেপি) নতুন আইডিয়া নিয়ে এসেছে। ওরা আমাকে একটি চিঠি লিখেছিল। তাতে বলা হয়েছিল, কোভিড আসছে, তাই যাত্রা থামিয়ে দিন। যাত্রা থামানোর জন্য অজুহাত দেওয়া হচ্ছে। মাস্ক পরুন, যাত্রা থামান…এইসব ছুতো। ওরা এই দেশের শক্তি ও সত্যি নিয়ে ভীত।” 

চিনে ফের বাড়ছে সংক্রমণ। ভারতেও সতর্কতা জারি। এই পরিস্থিতিতে মঙ্গলবারই চিনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ‘ভারত জোড়ো যাত্রা’-য় ব্যস্ত থাকা কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে চিঠি লেখেন। চিঠিতে তাঁকে ‘জাতীয় স্বার্থে’ যাত্রা সাসপেন্ড করার অনুরোধ জানান। চিঠি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকেও পাঠান তিনি। তাতে মাণ্ডব্য বলেন, রাজস্থানের তিন জন সাংসদ…পি পি চৌধুরী, নিহাল চন্দ ও দেবজি পটেল উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন, মার্চ চলাকালীন যাতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের মতো কোভিড প্রোটোকল মেনে চলা হয়। এর পাশাপাশি যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরাই যেন পদযাত্রায় যোগ দেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই যাত্রায় যোগ দিয়ে অনেকে ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এক্ষেত্রে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উদাহরণ তুলে ধরেন তিনি। 

তবে কংগ্রেসের তরফে বলা হয়, যে প্রোটোকলের কথা বলা হবে তা-ই তারা মেনে চলবে। প্রসঙ্গত, তিন বছর আগে, যে চিন (China) থেকে করোনা (Coronavirus) সংক্রমণ ছড়াতে শুরু করেছিল, সেখানে আবার চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সতর্ক ভারত (India)। স্বাস্থ্যমন্ত্রকের (Health Minister) তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফের মাস্ক বিধি ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন ; নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে এখন থেকেই পদক্ষেপ, গাইডলাইন প্রকাশ IMA-র



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: