যাঁরা গল্প বলেন সুরে বেঁধে, নচিকেতার জন্মদিনে শুভেচ্ছা রূপমের


কলকাতা: ফ্রেমবন্দি পুরনো স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতশিল্পী নচিকেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন অপর সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Ishlam)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন পুরনো ছবি। কখনও মঞ্চে, কখনও আবার ছেলে রূপের সঙ্গে, রূপমের শেয়ার করা ছবিতে দেখা গেল পুরনো সময়। 

আজ নচিকেতার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে রূপম লিখেছেন, ‘শুভ জন্মদিন নচিকেতা।’ ভাগ করে নিয়েছেন নচিকেতার সঙ্গে মঞ্চ ভাগ করার ছবিও।

আরও পড়ুন: Rajeev Charu Divorce: ‘বিচ্ছেদের কথাই ভেবেছিলাম, জিয়ানার জন্যই বিয়ে টিঁকিয়ে রাখার সিদ্ধান্ত’, সোজাসাপ্টা রাজীব-চারু 

 


নব্বইয়ের দশকের প্রথম দিকেই জনপ্রিয়তা পেয়েছিলেন নচিকেতা। তাঁর প্রথম গানের অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’।কলকাতায় জন্ম হলেও নচিকেতার শিকড় বাংলাদেশে। তাঁর দাদু ললিত মোহন চক্রবর্তী ১৯৪৬ সালের আগেই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। দক্ষিণ কলকাতার মহারাজা মণিন্দ্র চন্দ্র কলেজে পড়াশোনা করেছিলেন নচিকেতা। সেই সময় থেকেই সঙ্গীতচর্চা। বাংলা গানের তথাকথিত ধারাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন নচিকেতা। কবীর সুমনের পথ ধরেই, বাংলা গানের জগতে এক অন্য ধারা নিয়ে আসেন তিনি। যেখানে গানের সুরেই বলা যায় আস্ত এক গল্প, তুলে ধরা যায় সমাজের কঠিন বাস্তব চিত্রকে, সেই গানেরই খোঁজ দিয়েছিলেন নচিকেতা। প্রথম প্রথম নচিকেতার গানের অনুরাগী ছিল যুবসমাজ। খ্যাতি ছড়িয়ে পড়ার পর থেকে, তাঁর গানে মজেছেন আর থেকে আশি। 

 






Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: