ম্যাচের মাঝেই ধাক্কাধাক্কিতে জড়ালেন ইউসুফ পাঠান ও মিচেল জনসন


যোধপুর: লেজেন্ডস লিগের (Legends League) ম্যাচে মাঠের মাঝেই ঝামেলায় জড়িয়ে পড়লেন ইউসুফ পাঠান (Yusuf Pathan) ও মিচেল জনসন (Mitchell Johnson)। রবিবার, ৩ অক্টোবর, ইন্ডিয়া ক্যাপিটালস ও ভিলওয়ারা কিংসের ম্যাচ চলাকালীনই যোধপুরে ঝামেলায় জড়ান ভারত ও অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন তারকা। এই কাণ্ডের জেরে মিচেল জনসনকে সতর্ক করার পাশাপাশি তাঁর ৫০ শতাংশ ম্যাচের বেতনও কাটা হয়। 

কী ঘটেছিল?

লেজেন্ডস লিগের কোয়ালিফায়ার ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের মিচেল জনসন ও ভিলওয়ারা কিংসের হয়ে মাঠে নামা ইউসুফ পাঠানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। সেই কথা কাটাকাটি চলাকালীনই মিচেল জনসন রেগে গিয়ে ইউসুফকে ধাক্কা মারেন। শেষমেশ ম্যাচের আম্পায়াররা দুইজনের মাঝে এসে ঝামেলা থামাতে বাধ্য হন। এই পুরো ঘটনাটি খতিয়ে দেখে কমিশনার রবি শাস্ত্রীর নেতৃত্বে লেডেন্ডস লিগ ক্রিকেটের এক নিয়মরক্ষা কমিটি জনসনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁরা সরকারিভাবে জনসনকে এই ঘটনার পর সতর্ক তো করেন।

 

আজ এলিমিনেটর

প্রসঙ্গত, আজ যোধপুরে বরখাতুল্লাহ খান স্টেডিয়ামে ভিলওয়ারা কিংস ও গুজরাত জায়ান্টস এলিমিনেটরে একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দলই টুর্নামেন্টের ফাইনালে নিজেদের জায়গা পাকা করবে। জয়ী দল ইন্ডিয়া ক্যাপিট্যালসের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে। ক্যাপিটালস ইতিমধ্যেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। বুধবার (৫ অক্টোবর) সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে।

গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার নিজেদের দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে ভারতীয় ক্রিকেট দল। ১৬ রানে ম্যাচ জেতে ভারত। এই ম্যাচেই প্রথমে ব্যাট হাতে কেএল রাহুলের সঙ্গে ৯৬ রানের পার্টনারশিপে দলের জয়ের ভিত গড়েন রোহিত। এরপর ভারতের ফিল্ডিংয়ের সময় এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস চলাকালীন হঠাৎই রোহিতের নাক থেকে রক্ত ঝড়তে থাকে। তবে তা সত্ত্বেও একজন প্রকৃত নেতার মতো রোহিত ময়দান ছাড়েননি। নাক থেকে রক্ত ঝড়ার সময়ও তিনি মাঠেই দলের হয়ে ফিল্ডিং সাজাচ্ছিলেন, এমনকী হর্ষল পটেলকে পরামর্শও দিতে দেখা যায় রোহিতকে। তবে কিছুক্ষণ পর তিনি অবশ্য মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আবার মাঠে ফিরেও আসেন রোহিত। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়।  নেতা রোহিতকে সকলে বাহবাও দেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন বুমরা, পরিবর্তের নাম শীঘ্রই ঘোষণা করবে বোর্ড





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: