মেলবোর্নে আজ বৃষ্টিই কি তাল কাটবে রোহিতদের ম্যাচে?


মেলবোর্ন: আজ মেলবোর্নে ভারত-জিম্বাবোয়ে (IND vs ZIM) দ্বৈরথ। ভারতীয় সময় দুপুর ১.৩০টায় ম্যাচ। কিন্তু অস্ট্রেলিয়ায় এখন যে আবহাওয়া, তাতে এমসিজিতে (Melbourne Cricket Ground) আজ পুরো ম্যাচ করা সম্ভব হবে? জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে যদি ভারত জিতে যায়, তবে সেমির টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত। কিন্তু বৃষ্টি যদি তাল কাটে সেক্ষেত্রে আবার পয়েন্ট ভাগ করে নেওয়া হবে। 

কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪টি খেলায় বৃষ্টি তাল কেটেছে। তার মধ্যে তিনটি ম্যাচে কোনও বলই খেলানো সম্ভব হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২৯ শতাংশ মেঘলা আকাশ থাকবে। ৭১ শতাংশ আর্দ্রতা থাকবে।

ডাচদের বিরুদ্ধে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই গেল দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে মেলবোর্নে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও ভারতীয় দল সেমিতে চলে যাবে। অন্যদিকে পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। তারা বাংলাদেশকে হারালেই সেমিতে পৌঁছে যাবে। তবে বাংলাদেশ যদি জিতে যায় আবার অঙ্ক বদলে যেতে পারে।

Reels

বিরাট কোহলি অাপ্লুত

বর্তমান বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেটারদের মধ্য়ে বিরাট কোহলির নাম একেবারে শীর্ষে থাকবে। ভারতবর্ষ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তেই কোহলি অনুরাগীর অভাব নেই। এমনই এক অনুরাগী হলেন ইংল্যান্ডের এলি। দৃষ্টিহীন হলেও, ইংরেজ অনুরাগী কোহলির বড় ভক্ত। চোখে দেখতে না পারলেও, বিরাটের জীবনের না না কাহিনী শুনে শুনেই অনুপ্রাণিত হয়েছেন এলি। নিজের জন্মদিনে এই সমর্থকদের এক ভিডিও দেখে আবেগাপ্লুত খোদ বিরাটও।

ভারতের গত ইংল্যান্ড সফরে নটিংহ্যামে বিরাট কোহলিদের ম্যাচে উপস্থিত ছিলেন এলি। সেইসময়ই তাঁর বিরাটপ্রীতির গল্প ক্যামেরাবন্দী হয়। আজ, শনিবার, বিরাটের জন্মদিনে মেলবোর্নে তাঁকে সেই ভিডিও দেখানো হলে, বিরাটও নিজের আবেগ চেপে রাখতে পারেননি। সঙ্গে সঙ্গেই নিজের অনুরাগীকে সই করা জার্সি এবং ব্যাট উপহার দেওয়ার পাশাপাশি পরবর্তী ইংল্যান্ড সফরে তাঁর সঙ্গে দেখা করারও অঙ্গীকার করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় ভারতের সেমিতে ওঠা আর কেউই আটকাতে পারবে না। ভারতের ম্যাচ যেহেতু সবার শেষে, তাই রোহিতরা পরিস্থিতি বিচার করে সেইমতো পরিকল্পনা তৈরি করেই কিন্তু নিজেদের ম্যাচে মাঠে নামতে পারবেন। 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: