মুক্তি পেল হত্যাপুরী, হামি ২, প্রজাপতি, বলিউডে পা দর্শনার, বিনোদনের সারাদিন



কলকাতা: ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন যিনি, আজ সেই মেয়ে ফিরলেন দেশের মাটিতে। সরগম কৌশল (Sargam Kaushal)। ২১ বছর পরে মিসেস ওয়ার্ল্ডের মুকুট ভারতকে ফিরিয়ে দিয়েছেন এই তরুণী বিবাহিতা। আজ মুম্বইতে ফিরলেন তিনি। শীতের ছুটিতে একসঙ্গে মুক্তি পেল ৩টি বাংলা ছবি। ‘হত্যাপুরী’, ‘হামি ২’ ও প্রজাপতি। দেখে নিন বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি। 

রংবাহারি প্রজাপতি

শহর কলকাতা এখন উৎসব মুখর। সামনেই বড়দিন, তারপর নতুন বছর। রাস্তাঘাট সাজছে আলোয়। আর আজ এই উৎসবের রাস্তা আরও আলোকিত হল দেবের (Dev) অনুরাগীদের উচ্ছ্বাসে। ২৩ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেল দেব ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছবি ‘প্রজাপতি’ (Projapati)। আর একঝাঁক রঙিন প্রজাপতি আজ ডানা মেলে উড়ল সাউথ সিটি থেকে নবীনা প্রেক্ষাগৃহের উদ্দেশে। উপরি পাওনা, ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনের (Happy Birthday Dev) আগাম সেলিব্রেশন। কেক কাটা, বাজনা সবের মিশেলে চলল উদযাপন। 

স্কুলজীবনে ফেরাল ‘হামি ২’

স্কুলের পোশাক। গাঢ় নীল প্যান্ট-স্কার্ট, সাদা শার্টে সেজেছেন ছবির নায়ক নায়িকা। গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। সঙ্গে তিন খুদে। ঋতদীপ সেনগুপ্ত (Rwitodeep Sengupta), শ্রেয়ান সাহা (Shreyan Saha) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhury)। লাল হুডখোলা গাড়ি সাজানো লাল বেলুন দিয়ে। তাতে চেপেই প্রিমিয়ারে পৌঁছল টিম ‘হামি ২’। তবে শুধু পর্দার লাল্টু আর মিতালি নয়, প্রিমিয়ারে হাজির ছিলেন মনামী ঘোষ (Monami Ghosh), তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) সহ অন্যান্য তারকারাও।  

নতুন ফেলুদার প্রথম দিন

স্বপ্নের চরিত্র এবার দর্শকদের দরবারে। সারাদিন পেরিয়ে গলাটা যেন সামান্য ক্লান্তই শোনাল নতুন ফেলুদার। কিন্তু তাতে তৃপ্তি আর খুশির ছোঁয়া। সন্দীপ রায়ের কাছে নিজে অভিনয়ের সুযোগ চাইতে গিয়েছিলেন যিনি, সেই থেকে আজ বড়পর্দায় নিজেকে ফেলুদা হিসেবে দেখা.. পরিচালকের সঙ্গে হল ভিজিট.. আজ রাতের ঘুমটা বোধহয় বড় তৃপ্তির ইন্দ্রনীল সেনগুপ্তের (Indranil Sengupta) কাছে।প্রিমিয়ার, তারপর ছবির মুক্তি। দর্শকদের চোখে ফেলুদা হয়ে ওঠা কেমন ছিল? ফোনের ওপার থেকে এবিপি লাইভকে ইন্দ্রনীল বললেন, ‘দর্শকেরা নতুন ফেলুদাকে ভালবাসছেন। সবাই বলেন, ফেলুদা আট থেকে আশির। আজ আমি সত্যিই তাই দেখলাম। ছোট থেকে বড়, সব বয়সের দর্শকেরাই এসেছিলেন। প্রশংসা পেয়েছি, তবে নিজের মুখে তা বলতে চাই না। কয়েকজন বাচ্চা দেখি ইন্টারভ্যালে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ওরা যেন ফেলুদাকে দেখছে। কয়েকজন মধ্যবয়স্ক মহিলা বললেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে নাকি আমাকেই ফেলুদা হিসেবে ভাল লাগল। এটা আমার কাছে বিশাল প্রাপ্তি।’  

আরও পড়ুন: Year Ender 2022: জিতু, সত্যম, চঞ্চল, ২০২২ সালে অভিনয়ে নজর কাড়লেন যে বাঙালি প্রতিভারা

দেশে ফিরলেন সরগম

ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন যিনি, আজ সেই মেয়ে ফিরলেন দেশের মাটিতে। সরগম কৌশল (Sargam Kaushal)। ২১ বছর পরে মিসেস ওয়ার্ল্ডের মুকুট ভারতকে ফিরিয়ে দিয়েছেন এই তরুণী বিবাহিতা। আজ মুম্বইতে ফিরলেন তিনি। বিমানবন্দরে পা রাখা মাত্রই সরগমকে ঘিরে উচ্ছ্বাস। হালকা ক্রিম ও রুপোলি রঙের মিশেলে পোশাক পরেছিলেন সরগম। তাঁর মাথায় ছিল মুকুট। ফুল-মালায় সংবর্ধনা জানানো হয় তাঁকে। গায়ে জড়িয়ে দেওয়া হয় ভারতের পতাকা। ভালবাসায় সেই পতাকা গায়ে জড়িয়ে নেন সরগম। তারপর তা নিয়ে চিত্রগ্রাহকদের জন্য পোজও দেন তিনি। 

বলিউডে পা দর্শনার

মুম্বই থেকে হঠাৎ মেসেজ.. তারপরে ফোন, স্ক্রিন টেস্ট, শ্যুটিং। টলিউডের নায়ক নায়িকার বলিউডের পথে পা বাড়ানো নতুন নয়। এবার সেই তালিকায় নাম লেখালেন দর্শনা বণিক (Darshana Banik)-ও। অনুরাগ বসু (Anurag Basu)-র পরিচালনায় এবার অনুপম খের (Anupam Kher), নীনা গুপ্তা (Neena Gupta)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বঙ্গকন্যা। তাঁর কাজ দেখে মুম্বই থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক অনুরাগ বসু ও তানি বসু। তার পরে অডিশন, স্ক্রিন টেস্ট, ছবিতে সুযোগ.. গোটাটাই যেন এখনও স্বপ্নের মতো মনে হয় দর্শনা বণিকের কাছে। অভিনেত্রী বলছেন, ‘প্রথমে আমার কাছে একটা মেসেজ আসে, তারপরে ফোন। অনুরাগ বসু আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কোনও প্রত্যাশা ছাড়াই দেখা করতে গিয়েছিলাম ওঁর সঙ্গে। কেবল ওঁর কাজ ভাল লাগে বলে। আমায় কিছু সংলাপ বলে শোনাতে বলেছিলেন, তারপরে স্ক্রিন টেস্ট। ছবিতে সুযোগ পাওয়ার পরে মনে হয়েছিল, নিজের যোগ্যতাতেই কাজটা পেয়েছি। এটা আমার কাছে ভীষণ তৃপ্তির।’ 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: