মার্কিন সফর শেষে এবার মিশরে মোদি! ঘুরে দেখবেন ঐতিহাসিক মসজিদও


নয়া দিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রর (USA) সফর শেষের পর এবার ইজিপ্টের (Egypt) উদ্দেশে রওনা হলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি ২৪ এবং ২৫ জুন মিশর সফরে যাচ্ছেন। এই সফরটি তাৎপর্যপূর্ণ কারণ এটি মোদির প্রথম মিশর সফর। ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর।                                                     

এর আগে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে মিশরের রাষ্ট্রপতি এল-সিসির ভারত সফরের সময় প্রধানমন্ত্রী মোদির মিশর সফরের কথা শোনা গিয়েছিল সূত্র মারফত। যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা প্রসারিত করার পারস্পরিক ইচ্ছার ইঙ্গিত দিয়েছিল। 

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি তার দু’দিনের ইজিপ্ট সফরে ১১ শতকের আল-হাকিম মসজিদ পরিদর্শন করবেন। দাউদি বোহরা সম্প্রদায়ের সাহায্যে মসজিদটি যত্ন সহকারে পুনরুদ্ধার করা হয়েছিল। এছাড়াও প্রধানমন্ত্রী প্রথম বিশ্বযুদ্ধের সময় মিশরের জন্য চূড়ান্ত আত্মত্যাগকারী বীর ভারতীয় সৈন্যদের শ্রদ্ধা জানাতে হেলিওপলিস ওয়ার সিমেট্রিও পরিদর্শন করবেন বলে খবর। 

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য রাষ্ট্রপতি এল-সিসি কর্তৃক প্রতিষ্ঠিত উচ্চ-পদস্থ মন্ত্রীদের একটি বিশিষ্ট দল ইন্ডিয়া ইউনিটের সঙ্গে দেখা করবেন, এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। 

একটি সংবাদ সম্মেলনে বিদেশ মন্ত্রক সচিব বিনয় মোহন কোয়াত্রা কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়ে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের উল্লেখযোগ্য পর্যায়ের সম্পৃক্ততার উপর জোর দেন। রাজনৈতিক আলোচনার পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদির সফরসূচীতে মিশরে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়ে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার বিষয়টিও নজরে রাখা হবে। 

 

আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন- https://t.me/abpanandaofficial

 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: