মাঝ আকাশ থেকে লাফ! হাতে G20-এর পতাকা!


নয়াদিল্লি: G20 সম্মেলনের জন্য বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে শীর্ষস্তরীয় মন্ত্রী-আমলারা এসেছেন দিল্লিতে। ২ দিনের জি-২০ সম্মেলন শুরুর আগে, সোশ্য়াল মিডিয়া ছেয়ে গিয়েছিল একটি ফুটেজে। যেখানে দেখা যাচ্ছে, ভারতে হওয়া G20 সম্মেলনের পতাকা নিয়ে স্কাই ডাইভিং করছেন এক ব্যক্তি। সেই ফুটেজ পরে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

মাঝ আকাশ থেকে ঝাঁপ দেওয়ার সময়, G20 সম্মেলনের পতাকা হাত নিয়ে ধরে রেখেছেন ওই ব্যক্তি। দিল্লিতে ভারত মণ্ডপমে হওয়া এই সম্মেলনের আগে এটিকে উদযাপন করতেই এমন কাণ্ড বলে জানিয়েছেন তিনি। পরে সেই ভিডিওটিকেই নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। যদিও কোথায় এবং কখন ওই ভিডিও শ্যুট করা হয়েছে তা বোঝা যায়নি।

 

মার্চের প্রথমদিকে, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) এক অফিসার স্কাই ডাইভিং করেছিলেন। রাজস্থানে স্কাই ডাইভিংয়ের সময় তাঁর হাতে G20 2023-এর পতাকা ছিল। সাউথ ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের তরফ থেকে জানানো হয়েছিল, উইং কমান্ডার গজানন্দ যাদব ১০০০০ ফুট উপর থেকে স্কাই ডাইভিং করেছিলেন, G20 এক পতাকা হাতে নিয়ে। যার থিম- ‘বসুধৈব কুটুম্বকম-এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’। মার্চের ভিডিও হলেও G20 সামিটের কারণে ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। 

 

শনিবার থেকেই শুরু হয়েছে G20 সম্মেলন। আন্তর্জাতিক মঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলন। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন ভারতে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আসেননি। পুতিনের বদলে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। শি জিনপিংয়ের বদলে এসেছেন চিনের প্রিমিয়ার। 

শনিবারই সম্মেলনের মঞ্চ থেকে মোদি প্রকাশ করেছেন দিল্লি ডিক্লারেশন (Delhi Declaration)। শনিবারই G20-এর মঞ্চে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়ার কথা ঘোষণা করা হয়। রবিবার রাজঘাটে মহাত্মা গাঁধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করেন G20 সম্মেলনে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

আরও পড়ুন: পাংচার প্রুফ,গ্রেনেড হামলাতেও ভাঙবে না,জানেন আমেরিকার প্রেসিডেন্টের গাড়ির দাম ?





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: