‘মাঝে মাঝে মনে হয়, অনেক লড়াইয়ের প্রয়োজন ছিল না’


কলকাতা: যখন ‘মহিষাসুরমর্দ্দিনী’-র শ্যুটিং হয়েছে, তখন ভরপুর কোভিড। তার মধ্যেই শ্যুটিং চলেছে ছবির। কলকাতা থেকে যাতায়াত, সুরক্ষাবিধি মেনে শ্যুটিং, সব মিলিয়ে গোটা সফরটাই মনে রাখার মতো হয়ে থাকবে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র কাছে। এবিপি লাইভের সঙ্গে মহিষাসুরমর্দ্দিনীর সফর থেকে শুরু করে সমাজে মেয়েদের অবস্থান, ঋতুপর্ণার চোখে সবটা..।

‘মহিষাসুরমর্দ্দিনী’ মেয়েদের লড়াইয়ের কথা বলে। ব্যক্তি ঋতুপর্ণাকে কী কী লড়াইয়ের সম্মুখীন হতে হয়? নায়িকা বলছেন, ‘আমার কাছে প্রত্যেকটা দিন একটা নতুন লড়াই। আমার জীবনে ২টো জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। লড়াই আর লড়াইয়ের মাধ্যমে পাওয়া সাফল্য। আমি অবশ্য চাই না কোনও জিনিস আমার কাছে খুব সহজে আসুক। লড়াই করে যে সাফল্য পাওয়া যায় তার স্বাদই আলাদা হয়। তবে হ্যাঁ, কিছু লড়াই ভীষণ অনর্থক বলে মনে হয়। সেটা না লড়লেও হয়তো হত। প্রয়োজন ছিল না। আমি মনে করি, আমি ভীষণ ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। মানুষকেও ইতিবাচক ভাবতে সাহায্য় করি। তাই হয়তো আমার ওপর আরও বেশি দায়িত্ব বর্তায়।’                                               

ঋতুপর্ণার সামনে কী কী চ্যালেঞ্জ নিয়ে এসেছিল ‘মহিষাসুরমর্দ্দিনী’? অভিনেত্রী বলছেন, ‘যখন এই ছবির শ্যুটিং করেছি তখন কোভিডকে বেশ আক্রান্ত হচ্ছিলেন মানুষজন। আতঙ্কটাও কাটেনি। ঝুঁকি নিয়েই শ্যুটিং করেছিলাম। এই কাজটা রঞ্জনের স্বপ্নের কাজ। আমরা সবাই মিলে লড়াই করেই এই ছবিটাকে দাঁড় করিয়েছি। আশা করছি মানুষের মন ছুঁয়ে যাবে ছবিটা।’                                                     

আরও পড়ুন: Priyanka Chopra: প্রথমবার মেয়ে মালতীর ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়ঙ্কা, কার মতো দেখতে একরত্তিকে?

News Reels

মুম্বইয়ের কোনও অভিনেতা বা পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা আরে ঋতুপর্ণার? অভিনেত্রী বলছেন, ‘গোটা ইন্ডাস্ট্রিতেই অনেক ভাল ভাল কাজ হচ্ছে। অনেকের সঙ্গেই কাজ করার ইচ্ছা রয়েছে আমার। ভীষণ ইতিবাচক ভাবতে পছন্দ করি আমি। আশা করি যে যে সুযোগের অপেক্ষায় রয়েছি সেগুলো আসবে।’

২৫ তারিখ মুক্তি পাচ্ছে রঞ্জন ঘোষের পরিচালিত ছবি ‘মহিষাসুরমর্দ্দিনী’। ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee)।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: