মরণ-বাঁচন ম্যাচের আগে সতীর্থ উমরানের প্রশংসায় পঞ্চমুখ অর্শদীপ


ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রখম ম্যাচে পরাজিত হয়েছে ভারতীয় দল (Team India)। বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচও। তাই সিরিজ জয়ের আশা নেই, তবে সিরিজ অন্তত ড্র করতে হলে ভারতকে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিততেই হবে। সেই মরণ-বাঁচণ ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় অনুশীলনে অর্শদীপ সিংহ (Arshdeep Singh) ও উমরান মালিককে (Umran Mallik) আড্ডা দিতে দেখা গেল। বুধবারের (৩০ নভেম্বর) ম্যাচের আগে উমরানের প্রশংসায় পঞ্চমুখ অর্শদীপ।

কাজ সহজ

ম্যাচের আগে সাংবাদিক সম্মলনে অর্শদীপ বলেন, ‘উমরানের সঙ্গে খেলাটা আমার জন্য় দারুণ সুবিধার। ও ১৫৫ কিমি গতিতে বল করে আমার কাজটা অনেকটাই সহজ করে দেয়। মাঠ হোক বা মাঠের বাইরে, আমরা নিজেদের বন্ধুত্বটা দারুণভাবে উপভোগ করছি। আশা করছি এই বন্ধুত্বটা দীর্ঘস্থায়ী হবে।’ এশিয়া কাপে পাকিস্তানৈের বিরুদ্ধে ক্যাচ ফেলে দেওয়ায় বিরাট সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অর্শদীপকে। সেই কটাক্ষ, সমালোচনাকে পিছনে ফেলে তিনি ভারতীয় দলে নিজের জায়গা দিন দিন আরও পোক্ত করছেন। 

নিজের সফরের বিষয়ে কথা বলতে গিয়ে উঠতি ভারতীয় বাঁ-হাতি ফাস্ট বোলার বলেন, ‘আমার সফরটা আমি সহজ বা কঠিন হিসাবে বিবেচনা করি না। আমরা খেলোয়াড়রা খেলাটাকে উপভোগ করি। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে আনন্দই হয়। ভবিষ্যতের কথা খুব বেশি ভাবনাচিন্তা করার বদলে আমরা প্রতিটি ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করি। এক বছর বা দুই বছর বাদে দলে সুযোগ পাব কি না, সেইসব বিষয়ে আমি বেশি মাথা ঘামাতে চাই না।’ 

News Reels

সমর্থকদের সমালোচনা

আর সমর্থকদের সমালোচনার বিষয়ে অর্শদীপ বলেন, ‘লোকজন আমাদের এবং এই খেলাকে খুব বেশি ভালবাসে। তাই আমরা ভাল পারফর্ম করলে লোকজন আমাদের ভালবাসে, আমাদের সমর্থন করে এবং খারাপ পারফর্ম করলে তাঁরা হতাশা প্রকাশ করেন। তাই এই বিষয়টা নিয়ে বেশি চিন্তাভাবনা করার কিছু নেই। আমরা ভারতীয় জাতীয় দলের হয়ে খেলি বলেই ওঁরা নিজেদের হতাশা বা উচ্ছ্বাস প্রকাশ করেন। সকল সমর্থকেরই নিজেদের আবেগ প্রকাশ করার অধিকার আছে। ওঁদের রাগ ও ভালবাসা, দু’টিকেই আমাদের মাথা পেতে গ্রহণ করা উচিত।’

আরও পড়ুন: বারবার উপেক্ষিত, আগামীকালও কি একাদশে সুযোগ মিলবে না স্যামসনের?



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: