মরণোত্তর ‘কর্ণাটক রত্ন’ সম্মানে সম্মানিত করা হল প্রয়াত অভিনেতা পুনীত রাজ কুমারকে


নয়াদিল্লি: প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজ কুমারকে (Puneeth Raj Kumar) মরণোত্তর ‘কর্ণাটক রত্ন’ সম্মানে (‘Karnataka Ratna’ Award) ভূষিত করা হল। কর্ণাটক সরকারের সর্বোচ্চ নাগরিক পুরস্কার (highest civilian award of the Government of Karnataka) এটি। ১ নভেম্বর, বেঙ্গালুরুতে (Bengaluru) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনীত রাজ কুমারকে ‘কর্ণাটক রত্ন’ সম্মান

৬৭তম কন্নড় রাজ্যোৎসবের মঞ্চে এই সম্মান প্রদান করা হয় পুনীত রাজ কুমারের উদ্দেশ্যে। তিনি এই বিশেষ সম্মানের নবম গ্রহীতা। ২০০৯ সালের পর থেকে এই সম্মান কখনও কাউকে দেওয়া হয়নি। ২০০৯ সালে ডা. বিরেন্দ্র হেগ্গড় সমাজসেবা মূলক কাজের জন্য এই সম্মান পান। 

১ নভেম্বরের এই অনুষ্ঠানে, হাজির ছিলেন তারকা রজনীকান্ত, জুনিয়র এনটিআর। বেঙ্গালুরু পৌঁছন তাঁরা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Chief Minister Basavaraj Bommai)। বিধান সৌধে খুব তাড়াহুড়োর মধ্যে অনুষ্ঠান শেষ করা হয় আচমকা বৃষ্টির জন্য।

এর আগে বাসবরাজ বোম্মাই বলেন, ‘পুনীত রাজ কুমার আসল কন্নড় রত্ন, যিনি তাঁর জীবনভরের পরিশ্রম দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যুবকদের অনুপ্রেরণা হয়ে থাকুন তিনি এবং এই কারণেই তাঁকে মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে।’ 

পুনীত রাজ কুমারের অনুরাগীরা দাবি করেছিলেন যে প্রয়াত অভিনেতার প্রতি সম্মান জানিয়ে আরও বড় করে অনুষ্ঠান করতে হবে। সেই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ নভেম্বরের পর দশ দিন ব্যাপী কর্মসূচিরতে বেঙ্গালুরুর বিভিন্ন অংশে আরও তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী, আজ সম্মান প্রদানও হয়।

আরও পড়ুন: Happy Birthday Saba Azad: ‘শুভ জন্মদিন’, বান্ধবী সাবা আজাদকে বিশেষ শুভেচ্ছা হৃত্বিক রোশনের

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর, পুনীতের শেষ ছবি ‘গন্ধারা গুড়ি’র ট্রেলার মুক্তি পেয়েছে। এটি একটি ডকুড্রামা, যেখানে কর্ণাটকের বন্যপ্রাণী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৮ অক্টোবর, অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীর এক দিন আগে।





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: