ভূকম্পে মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, ‘অপারেশন দোস্ত’ পাঠিয়ে সাহায্য ভারতের


নয়া দিল্লি: পর পর ভূমিকম্পে (Earthquake) কেঁপেছে তুরস্ক (Turkey), সিরিয়া (Syria)-সহ একাধিক দেশ। সোমবার মধ্যরাতে যখন সকলে গভীর নিদ্রায় সেই সময়ই আচমকা কেঁপে ওঠে তুরস্ক। কিছু বুঝে ওঠার আগেই সব শেষের পরিস্থিতি। ভোর হতেই তুরস্ক যেন মৃত্যুপুরী। যেদিকে চোখ যায় সেদিকে শুধু ধ্বংসলীলা, নিথর দেহ, রক্তাক্ত শব। তারপরও থামেনি প্রকৃতির রোষানল, পর পর চারবার কেঁপে ওঠে দুই দেশ। ক্রমশ বাড়তে থাকে মৃত্যু।  

সময়ের জন্য অপেক্ষা না করেই দ্রুত বিপর্যয় মোকাবিল দল নামায় তুরস্ক। কিন্তু বরফের ঝড়ের মধ্যে সেই কাজ কিছুটা বিঘ্নিতও হয়। এই পরিস্থিতিতে সাহায্যর হাত বাড়িয়ে দেয় পড়শি দেশগুলি। সাহায্য পাঠায় ভারতও। ওষুধ, বিপর্যয় মোকাবিলা দল সমেত ‘অপারেশন দোস্ত’ পাঠায় ভারত। বুধবার সে খবর ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

বিদেশমন্ত্রী ট্যুইটে জানিয়েছেন, “আমাদের দেশ বসুদৈব কুটম্বকম নীতিতে বিশ্বাসী। মানুষের পাশে দাঁড়াতে সদাতৎপর ভারত। ভৌগলিক এবং রাজনৈতিক অবস্থান তাঁদের যাই হোক না কেন, ভারতের সঙ্গে সব দেশের সম্পর্ক ঠিক রয়েছ।”

  

আরও পড়ুন, নাড়ি কাটা হয়নি, লাশের সারির মধ্যেই হঠাৎ সদ্যোজাতর কান্না

সংবাদসংস্থা এএনআইকে প্রকাশিত তথ্য অনুসারে, একটি C17 বিমানে করে ভারতীয় বায়ুসেনাদের একটি দলকে ত্রাণ দিয়ে পাঠানো হয়েছে। আজই তাঁরা তুরস্কে পৌঁছেছে। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে নেমেই উদ্ধারকাজে হাত লাগাবে তাঁরাও। ভারতীয় সেনাদের মধ্যে ৫৪ জন সেনাকে পাঠানো হয়েছে সেখানে। প্রয়োজনে হাসপাতালেও কাজ করবেন তাঁরা। ওষুধ এবং মেডিকেল সরঞ্জামও পাঠানো হয়েছে। এ খবর বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও ট্যুইট করে জানিয়েছেন।  

প্রসঙ্গত, ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর দেশটিকে তহবিল দেওয়ার জন্য  তুরস্ক ভারতকে “দোস্ত” বলে অভিহিত করেছে। ভারতে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “প্রয়োজনে একজন বন্ধুই যখন বিপদে পাশে দাঁড়ায় সেই-ই প্রকৃতপক্ষে বন্ধু।” উল্লেখ্য, “দোস্ত” তুর্কি এবং হিন্দিতে একটি বহুল ব্যবহৃত শব্দ।  





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: