ভারতে ৩৫০০ লোন অ্যাপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা গুগলের



নয়াদিল্লি:  ভারতে ৩৫০০ লোন অ্যাপকে নিষিদ্ধ করল গুগল (Google banned over 3500 Loan apps)। মূলত প্লে স্টোরের নীতি লঙ্ঘনের জেরে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে গুগলের তরফে।

গুগলের তরফে জানানো হয়েছে, ভারতে ৩৫০০ এরও বেশি সংখ্যায় লোন অ্যাপগুলি প্লে স্টোরের নীতি লঙ্ঘন করেছে। যার জেরে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করল এবার গুগল। প্রসঙ্গত, বাইশের সেপ্টেম্বরে স্মার্টফোনের অ্যাপ স্টোরে অবৈধ লোন অ্যাপ নিয়ে কড়া হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।  ভুয়ো অ্য়াপগুলিতে সাধারণ মানুষকে বাঁচাতেই এই পদক্ষেপ নিয়েছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক।

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভুয়ো লোন অ্য়াপগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওই ভুয়ো লোন অ্য়াপগুলি কম আর্থিক সঙ্গতি সম্পন্ন ব্যক্তিদের লোন অফার করে। এরপর সেই টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেলিং করতেও পিছপা হয় না বলে অভিযোগ। অর্থমন্ত্রী এই অ্যাপগুলির মাধ্যমে, আর্থিক তছরূপের পাশাপাশি কর ফাঁকি, ডেটা চুরির মতো বিষয় নিয়ে সেবার উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিের সবজি ? কোনটা উপকারী ?

আরও পড়ুন, আম খেলে ওজন বাড়ে কি ? কী দাবি বিশেষজ্ঞদের ?

বিস্তারিত আসছে…



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: