ভারতে বিদেশি ডিজে মার্টিন গ্যারিক্স, অনুষ্ঠান মঞ্চে যোগ দিলেন রণবীর কপূর-অল্লু অর্জুন



নয়াদিল্লি: ভারত সফরে ডাচ ডিজে মার্টিন গ্যারিক্স (Martin Garrix)। দেশে এসে তাঁর দেখা হল দুই তারকার সঙ্গে। ভারতীয় সিনেমার দুই তারকা অভিনেতা, অল্লু অর্জুন (Allu Arjun) ও রণবীর কপূর (Ranbir Kapoor) যোগ দিলেন দুই শহরে। উচ্ছ্বাসে ফেটে পড়লেন অনুরাগীরা। 

দেশে মার্টিন গ্যারিক্স, রণবীর কপূর-অল্লু অর্জুন সাক্ষাৎ

দু’বারের এমটিভি ইএমএ জয়ী মার্টিন গ্যারিক্স আপাতত রয়েছেন ভারতে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, মুম্বই, কলকাতা, নয়াদিল্লি ও আহমেদাবাদে শো করার কথা তাঁর। এগুলোর মধ্যে কিছু শহরে ঘোরা তাঁর বাকি। 

দিন তিনেক আগে, ৩ মার্চ তিনি পৌঁছেছিলেন বেঙ্গালুরু। বিপুল জনজোয়ার, মঞ্চে মার্টিনের সঙ্গে দেখা গেল বলিউড তারকা রণবীর কপূরকে। প্রসঙ্গত, রণবীর তাঁর আগামী ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচারে তখন বেঙ্গালুরুতেই উপস্থিত ছিলেন। মঞ্চে রণবীরের নতুন ছবির প্রচার করলেন মার্টিন। অন্যদিকে রণবীরের আবদারে ভাঙা হিন্দিতে মার্টিনকে বলতে শোনা গেল ‘মেরা ভারত মহান’। উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন পাপারাৎজিরা। মার্টিন গ্যারিক্স প্রসঙ্গে রণবীর কপূর বলেন, ‘শ্রেষ্ঠ ডিজে মিউজিক প্রোডিউসার মার্টিন গ্যারিক্স। আমার শুধু একটাই কথা বলার বন্ধুরা, ইতিবাচক থাকুন, নম্র থাকুন, ভালবাসায় থাকুন, জীবনের মজা নিতে থাকুন।’ গ্যারিক্সকেও দেখা যায়, মঞ্চে করজোড়ে রণবীরকে ধন্যবাদ জানাতে। 

 


এরপর ৪ তারিখ, হায়দরাবাদে শো করেন মার্টিন গ্যারিক্স। সেখানে তাঁর সঙ্গে যোগ দেন দক্ষিণী আইকনস্টার অল্লু অর্জুন। তাঁরা একসঙ্গে অল্লু অর্জুনের জনপ্রিয় গান ‘উ আন্তাভা’ গানে মেতেও ওঠেন। সেই সংক্রান্ত একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন গ্যারিক্স। দুই তারকাকে এক মঞ্চে পেয়ে হায়দরাবাদের জনতা উদ্বেলিত হয়ে ওঠে। এই প্রসঙ্গে অল্লু অর্জুন বলেন, ‘মার্টিন গ্যারিক্স অত্যন্ত প্রতিভাবান এবং ওঁর সঙ্গে মঞ্চে উঠে দর্শক-শ্রোতাদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত।’ 

 


মার্টিনের কথায়, ‘পারফর্ম করার ক্ষেত্রে ভারত আমার অন্যতম পছন্দের, এবং ফের একবার ফিরে এসে আমার সমস্ত অনুরাগীদের সঙ্গে পার্টি করার মজাই আলাদা। অল্লু অর্জুন ও রণবীর কপূরকে মঞ্চে সঙ্গে পেয়ে আমি উৎফুল্ল। ভারতের মতো আর কোনও দেশ নেই। কিছু উন্মাদনাপূর্ণ শো এখানে করেছি এবং এবারের এই বড় ট্যুরটা করতে পেরে আমি গর্বিত।’ 

আরও পড়ুন: Oscars Slapgate: অস্কার ২০২২-এর মঞ্চে চড়কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ক্রিস রক

২০১৮ সালে ভারতে শেষ শো করেন মার্টিন গ্যারিক্স। এরপর ২০২৩ সালে এই নিয়ে ষষ্ঠবার ভারতে এলেন তিনি। 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: