ব্যাঙ্ক ও আর্থিক সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা, যৌথ নোবেল ৩ অর্থনীতিবিদের


নয়াদিল্লি: ঘোষিত হল অর্থনীতিতে নোবেলপ্রাপকের নাম। ব্যাঙ্ক ও আর্থিক সঙ্কটের উপর গবেষণার জন্য যৌথভাবে ৩ অর্থনীতিবিদকে নোবেল পুরস্কারে সম্মানিক করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

কাদের সম্মান:
বেন বার্নানকে (Ben Bernanke), ডগলাস ডায়মন্ড (Douglas Diamond), ফিলিপ ডিপভিগ (Philip Dybvig)-কে ২০২২-এর সম্মান দেওয়া হয়েছে। ূ

the Sveriges Riksbank Prize in Economic Sciences-আগে এই নামেই পরিচিত ছিল এই পুরস্কার। আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার চালু হয়েছিল। এখন এটি অর্থনীতিতে নোবেল পুরস্কার নামেই পরিচিত। তিন প্রাপক পুরস্কারের অর্থমূল্য হিসেবে মোট ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন পাবেন।  

 

কী নিয়ে গবেষণা:
অর্থনীতিতে ব্যাঙ্কের গুরুত্ব ঠিক কী, বিশেষ করে আর্থিক সঙ্কটের সময় তাদের কাজ কী, এই বিষয়ে আরও সহজ করে বোঝার সুবিধা করে দিয়েছে এই তিন অর্থনীতিবিদের কাজ। কেন ব্যাঙ্ক ফেল (Bank Collapses) রোখা জরুরি সেটাও এই তিন অর্থনীতিবিদের কাজের অন্যতম অংশ বলে জানিয়েছে নোবেল কমিটি। ব্যাঙ্কের বিষয়ে আরও ভাল করে বোঝা, ব্যাঙ্ক নিয়ন্ত্রণ, ব্যাঙ্ক সংক্রান্ত সংঙ্কট এবং কীভাবে আর্থিক সঙ্কটের মোকাবিলা করা যায়। এই সব বিষয়েই বেন বার্নানকে (Ben Bernanke), ডগলাস ডায়মন্ড (Douglas Diamond), ফিলিপ ডিপভিগ (Philip Dybvig)-এর গবেষণা। তাকেই স্বীকৃতি দিতে এই পুরস্কার বলে জানিয়েছে নোবেল কমিটি।

১০ ডিসেম্বর, স্টকহোমে একসঙ্গে সব নোবেল প্রাপকদের সম্মানিত করা হবে। 

আরও পড়ুন: নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুশের সমাজকর্মী এলস বিয়ালিয়াতস্কি





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: