বেলুন নাকি? প্লাস্টিকে রান্নার গ্যাস ভরে দিন কাটানোর ছবি ভাইরাল পাকিস্তানে



ইসলামাবাদ: দেশের আর্থিক মেরুদণ্ড (Financial Crisis) যে মাটিতে নুইয়ে পড়েছে, সেটা মোটামুটি গোটা বিশ্বের (world) কাছে স্পষ্ট। সরকার (government) বদলালেও আমজনতার ভোগান্তির (suffering) ছবিটা কিছুমাত্র বদলায়নি পাকিস্তানে (pakistan)। এবার তারই আরও এক প্রস্ত ‘হাতেগরম প্রমাণ’ ছড়াল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, পাকিস্তানের বাসিন্দাদের বড় অংশ এখন রান্নার গ্যাসে এলপিজি সিলিন্ডারের অভাবে এতটাই জর্জরিত যে প্লাস্টিকের ব্যাগে সেই গ্যাস সঞ্চয় করতে  হচ্ছে তাঁদের। তবে ভিডিওগুলির সত্যতা যাচাই করতে পারেনি এবিপি আনন্দ।

কী দেখা যাচ্ছে?
যে ভয়ঙ্কর দৃশ্য উঠে এসেছে, সেটি সম্ভবত খাইবার পাখতুনখোয়া প্রদেশের। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ২০০৭ সাল থেকে ওই এলাকার কাতারে কাতারে মানুষ রান্নার গ্যাসের সংযোগ থেকে বঞ্চিত। বিশেষত ‘হাংগু’ শহরে গত দু’বছর ধরে কোনও  রান্নার গ্যাসের ব্যবস্থাই নেই। এলপিজি সিলিন্ডারের ভয়ঙ্কর টানাটানিতেই এই পরিণতি, দাবি স্থানীয়দের। কোনও মতে দিন চালাতে রান্নার গ্যাসের ব্যবসায়ীরা এক ‘অভিনব’ উপায় বের করেছেন। কম্প্রেসর ব্যবহার করে একটি প্লাস্টিক ব্যাগে তারা এলপিজি গ্যাস ভরে দেয়। প্লাস্টিকে তিন থেকে চার কেজি গ্যাস ভরার জন্য অন্তত ঘণ্টাখানেক সময় লাগছে, জানাল স্থানীয় সংবাদমাধ্যম। লিকেজ আটকাতে প্লাস্টিক ব্যাগে একটি ‘নজল’ ও ‘ভালভ’ ব্যবহার করছেন ব্যবসায়ীরা। দেশজুড়ে যে গ্যাসের পাইপলাইন রয়েছে, তার সঙ্গে সরাসরি যুক্ত দোকানগুলি থেকেই এই গ্যাস ভরার কাজ চলছে। রান্নার গ্যাস ভর্তি প্লাস্টিকগুলি তার পর বিক্রি করা হচ্ছে। সাধারণ গ্রাহক একটি ছোট ‘ইলেকট্রিক সাকশন পাম্প’ ব্যবহার করে প্রয়োজনমতো সেই গ্যাস কাজে লাগাচ্ছেন। 

ভোগান্তি আরও…
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়েছে। এর মধ্যেই আবার ময়দা, চিনি ও ঘি-র দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে পাক সরকার। লাগামছাড়া ও অপর্যাপ্ত ভর্তুকিতে লাগাম পরাতে এই ব্যবস্থা, ব্যাখ্যা সরকারি তরফে। নতুন হার অনুযায়ী, চিনির দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে বেড়ে ৮৯ টাকায় পৌঁছে গিয়েছে, ঘি-র দাম এখন প্রতি কেজি ৩৭৫ টাকা। আর ময়দার দাম কেজি প্রতি ৬৪.৮ টাকা ছুঁয়ে ফেলেছে। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি পড়শি দেশে। তার উপর এই ভিডিও। তোলপাড় পড়েছে নেটিজেনদের মধ্যে।  

আরও পড়ুন:আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, মালদায় পাথরবৃষ্টি, হামলা

 

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: