বৃষ্টির প্রকোপ কমবে? আজ কেমন থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের আবহাওয়া?


জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের (North Bengal) তরাই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। এর মধ্যে জলপাইগুড়ি এটি একটি পুরসভা এলাকা। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এই শহরটি। এই করলা নদীটিকে জলপাইগুড়ির টেমস নদী বলা হয়। জলপাইগুড়ি দার্জিলিং জেলারই একটি পার্শ্ববর্তী জেলা। আবার আলিপুরদুয়ার জেলাও তার পাশের জেলাই। অন্যদিকে আলিপুরদুয়ার (Alipurduar) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলারই একটি অংশ ছিল আগে। ২০১৪ সালের ২৫ জুন এই জেলা (District) গঠিত হয়। নতুন এই জেলাটি মাদারিহাট (Madarihat), বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা (Falakata), কালচিনি (Kalchini) ও কুমারগ্রাম (Kumargram) এই ব্লকগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। রাজ্যের সবচেয়ে নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছেন কিছুদিন আগে আলিপুরদুয়ার জেলা। 

আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির যদি বাসিন্দা হন, তবে  আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়। কোথায় কতটা গরম থাকছে, না কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না…তা আগাম জানার প্রয়োজন রয়েছে।

দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা যদি থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। তাই জেনে নিন একবার নিজের এলাকার আজকের আবহাওয়া সম্পর্কে। সারাদিন বৃষ্টি না রোদের দেখা মিলবে?
 
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের প্রধান অংশটি এখন নতুন জেলা আলিপুরদুয়ার। এছাড়াও এই গোটা  অঞ্চলের সৌন্দর্য কেবল শুধুমাত্র  তার চা বাগানের মধ্যেই নয় ঘন জঙ্গলেও দৃশ্যমান। বাঘ, গণ্ডার এবং হাতির হরিণ, বাইসন, পাখি এবং বিভিন্ন ধরণের সরীসৃপ অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে। এছাড়া উত্তরঙ্গে যাঁরা ঘুরতে আসেন, তাঁদের জন্যও এই দুটো জেলায় রয়েছ। অনেক  কিছু পর্যটনকেন্দ্র। তবে তার  জন্যও আপনার জেনে নেওয়া প্রয়োজন যে কোন জেলার কেমন আবহাওয়া থাকবে।
 
দেখে নেওয়া যাক জলপাইগুড়ির আজকের আবহাওয়ার আপডেট
সর্বোচ্চ তাপমাত্রা- ৩২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি- আকাশ পরিষ্কার থাকবে, গরম থাকবে

বাতাস- ১১ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা -৭২ শতাংশ

সূর্যাস্ত- ৬টা ০১ মিনিটে

দেখে নেওয়া যাক জলপাইগুড়ির আজকের আবহাওয়ার আপডেট
সর্বোচ্চ তাপমাত্রা- ৩২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি- আকাশ পরিষ্কার থাকবে, গরম থাকবে

বাতাস- ১০ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা -৭২ শতাংশ

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: