বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, নিউজিল্যান্ডের কাছে ওয়ান ডে সিরিজ হারল ভারত



<p><strong>ক্রাইস্টচার্চ:&nbsp;</strong>খলনায়ক বৃষ্টি। ভারত-নিউজিল্যান্ডের (Ind vs NZ) ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচই বৃষ্টিতে পণ্ড হল। প্রথম ওয়ান ডে জেতায় সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।</p>
<p>সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ২১৯ রানে অল আউট হয়ে যায় ভারত। নিউজিল্য়ান্ডের সামনে জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য দিয়ে। কিউয়ি বোলারদের সামনে ভারতীয় ব্যাটিংকে টানেন একমাত্র ওয়াশিংটন সুন্দর ও <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>।&nbsp;</p>
<p><a title="টি-টোয়েন্টি বিশ্বকাপ" href="https://bengali.abplive.com/topic/t20-world-cup" data-type="interlinkingkeywords">টি-টোয়েন্টি বিশ্বকাপ</a>ের পরই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। সেখানে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ জিতেও নিয়েছে টিম ইন্ডিয়া। তবে ওয়ান ডে সিরিজে চাপে ছিল ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যায়। সিরিজ হাতছাড়া হওয়া আটকাতে বুধবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে জিততেই হতো ভারতকে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>
<p>মরণ-বাঁচন ম্যাচে কিউয়ি বোলারদের বিরুদ্ধে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত। ক্রাইস্টচার্চে টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন উইলিয়ামসন। ভারতের দুই ওপেনার শিখর ধবন ও শুভমন গিল শুরুটা ভাল করেছিলেন। তবে নবম ওভারে ১৩ রান করে আউট হন শুভমন। দলের রান তখন ৩৯। এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ধবন। ৪৫ বলে ২৮ রান করে ফেরেন তিনি।</p>
<p>কিউয়ি বোলারদের দাপটে ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার ব্যাটিং। রান পাননি ঋষভ পন্থ (১০), সূর্যকুমার যাদব (৬), দীপক হুডা (১২)-রা। তবে পাল্টা লড়াই করেন শ্রেয়স আইয়ার। তিন নম্বরে নেমে ৫৯ বলে ৪৯ রান করেন তিনি। হাফসেঞ্চুরির মাত্র এক রান আগে ফেরেন মুম্বইয়ের ক্রিকেটার।</p>
<p>শেষের দিকে ব্যাট হাতে লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। ৬৪ বলে ৫১ রান করেন তামিলনাড়ুর তরুণ। তাঁর জন্যই বোর্ডে লড়াই করার মতো রান তুলেছিল ভারত। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১০৪/১ তুলে ফেলেছিল। তখনই বাদ সাধে বৃষ্টি ম্যাচ আর শুরু করা যায়নি।</p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড" href="https://bengali.abplive.com/sports/fifa-world-cup-2022-england-beats-wales-3-0-to-top-the-group-and-qualify-for-the-round-of-16-938615" target="_self">দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড</a></strong></p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: