‘বিস্ময়ের কিছু নেই’, নাট্যকর্মীর হেনস্থাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া কৌশিক সেনের



কলকাতা: ‘যুক্তি আর বুদ্ধিকে চিতায় তুলে সব শাসকদল সেই গায়ে হাত তোলে’, গত ৪৮ ঘণ্টা আগে, ‘ধিক তৃণমূল কংগ্রেস’ বলে সরব হয়েছিলেন অভিনেতা ঋদ্ধি সেন। ক্ষমতার জোরে সত্যিই কি গায়ে হাত তোলার অধিকার জন্মায় ? এই প্রশ্নে যখন তোলপাড় গোটা শহর, তখনই ঋদ্ধি, অনির্বাণদের পর এবার বেলেঘাটায় (Beleghata) নাট্যব্যক্তিত্বকে (Artist) হেনস্থাকাণ্ডে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন দেশের অন্যতম নাট্য ব্যাক্তিত্ব কৌশিক সেন (Koushik Sen)। কৌশিক সেনের সেই প্রতিক্রিয়া সোশ্যালে শেয়ার করেছেন ছেলে ঋদ্ধি সেন।

‘ক্ষমতা বনাম থিয়েটার’

কোশিক সেন লিখেছেন, ‘ক্ষমা করবেন, যেকোনও বিষয় বা একটা প্রসঙ্গ খুব চট করে আজকাল ফুরিয়ে যায়। অথবা হয়ে পড়ে মরচে পড়া পেরেকের মতো ভোঁতা।এরপরেই তিনি বলেন, ২৪ ডিসেম্বর ২০২২ এ কল্যাণীতে একটি নাটকের অভিনয় করতে যাওয়ার সময় যে খবরটা পেয়েছিলাম, সেটা হতে পারে কেক বনাম থিয়েটার, কিংবা ক্ষমতা বনাম থিয়েটার অথবা অসভ্যতা বনাম সভ্যতা, যাই হোক না কেন, মারটা জুটেছে, বিদূষক নাট্যমেলার ভাগ্যে।’

‘ধ্বংসের আভাষ পেয়েও নিশ্চুপ’

কটাক্ষ করে কৌশিকের সংযোজন, ‘তৃণমূল কংগ্রেস শুনেছি পুরো ব্যাপারটাই অস্বীকার করেছে। যেমন সমস্ত রাজনৈতিক দল করে থাকে, এর মধ্যে বিস্ময়ের কিছু নেই।’  কিছুটা পরে কৌশিক সেন নাম না উল্লেখ করলেও বলেন, ‘বিস্মিত হচ্ছি এই ভেবে তৃণমূলের অতিনিকট সামান্য দূরে কিংবা খুব কাছিকাছি যেসকল নাট্যজনেরা আছেন, তারা ধ্বংসের আভাষ পেয়েও নিশ্চুপ।’ 

‘শাসকের সন্দেহ-র চোখ’

বেলেঘাটাকাণ্ডে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহরের অলিতে গলিতে। এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ না থাকলেও কিছু দিন আগেই নাট্যকলায় এবিপি আনন্দে সেরা বাঙালি মেঘনাদ ভট্টাচার্য বলেছিলেন, ‘শাসক যারা থাকেন, তাঁরা থিয়েটারকে সন্দেহর চোখে দেখেন। তার থিয়েটারকে বরাবরাই সন্দেহর চোখে দেখেছেন, যে শাসকই আসুক।’ প্রসঙ্গত, এর আগেও যে এমনটা হয়নি, তা বললে ভুল হবে। বিতর্কের ঝড় তুলেছিল ব্রাত্য বসুর ‘উইঙ্কেল টুইঙ্কেল।’

কী হয়েছিল ?

বেলেঘাটার রাসমেলা ময়দানে পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলীর দু-দিনের নাট্য উৎসব বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের কাঠগড়ায় কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলোকানন্দা দাস ও তাঁর পিতা, তৃণমূল নেতা অলোক দাস। ২৪ ডিসেম্বর থেকে বেলেঘাটার রাসমেলা ময়দানে তখন দু-দিনের নাট্য উৎসবের প্রস্তুতি প্রায় শেষের পথে। যার অন্যতম আয়োজক ছিলেন ‘বিরোহী’,’উলটপুরাণে’র মতো ওয়েব সিরিজ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘বাকিটা ব্যক্তিগত’-র  অমিত সাহা। 

আরও পড়ুন, পেলের প্রয়াণে শোকজ্ঞাপন করতে গিয়ে মারাত্মক ভুল মধুমিতার, পরে সংশোধন

হেনস্থাকাণ্ড

তিনি অভিযোগ জানিয়ে বলেন, পাশেই বেলেঘাটা মেন রোডে একটি কেক উৎসবের মাইক বাজানোয় অসুবিধা হওয়ায় ২৩ ডিসেম্বর,  স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। বলেন, তখনই জানতে পারেন তৈরি করা মঞ্চ খুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গেলে তৃণমূল নেতা অলোক দাস তাঁদের হেনস্থা করেন বলে অভিযোগ। এরপরেই বন্ধ করে দেওয়া হয় নাট্য উৎসব। 

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: