বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? কাতারে ঢুকতে বাধ্য নয় কোভিড টিকা



<p style="text-align: justify;"><strong>দোহা:</strong> আপনি ফুটবলপ্রেমী? কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছেন, অথচ কোভিডের টিকা নেওয়া হয়নি এখনও। তবে তাতে আর চিন্তার কিছু নেই। কাতার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের কারও কোভিডের টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। তবে কাতারে যাওয়ার পর সেখানে করোনা পরীক্ষা অবশ্যই করাতে হবে। যদি সেই পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে, তবেই একমাত্র বিশ্বকাপের আসর দেখতে পারবেন সমর্থকরা।&nbsp;স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ”করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে থাকায় যে সমর্থকরা খেলা দেখতে কাতারে আসবেন, তাঁদের টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।”</p>
<p style="text-align: justify;">করোনার ভ্যাকসিন না নিয়ে গেলেও কাতারে গিয়ে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। বিমানবন্দরেই করোনা পরীক্ষা হবে। এছাড়া অন্তত ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর রিপোর্টে যদি নেগেটিভ থাকে, তবেই কাতারে ঢুকতে পারা যাবে। তবে কোনও উপসর্গ না থাকলে তাঁর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।</p>
<p style="text-align: justify;"><strong>বিশ্বকাপে খেলবে ইকুয়েডরই</strong></p>
<p>গুরুতর অভিযোগ উঠেছিল। নির্বাসনের সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। চিলির অভিযোগ উড়িয়ে দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে অবশ্যই খেলবে ইকুয়েডর। জানিয়ে দেওয়া হল ফিফার তরফে।&nbsp;</p>
<p>উল্লেখ্য, ইকুয়েডর কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছিল বাছাই পর্ব খেলে। কিন্তু চিলি অভিযোগ আনে, ইকুয়েডরের এক ডিফেন্ডার বয়স ভাঁড়িয়ে খেলেছেন। ভুল জন্মসাল দেখিয়েছিলেন সেই ফুটবলার, এমনও অভিযোগ ওঠে। পাশাপাশি চিলি দাবি জানায়, ইকুয়েডরকে যেন বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়। সেই অভিযোগ তদন্ত করে অবশেষে ফিফা রায় দিল, চিলির অভিযোগ সত্য নয়। ফলে ইকুয়েডরই থাকছে কাতার বিশ্বকাপে।</p>
<p>দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সাত নম্বরে থেকে শেষ করেছিল চিলি। ভিদালের দেশ সেই সময় অভিযোগ জানিয়েছিল যে ইকুয়েডরের হয়ে খেলা রাইটব্যাক বায়রন দাভিদ কাস্তিয়ো জন্ম ও বয়েসর ভুয়ো প্রমাণপত্র দেখিয়েছেন। তাঁর জন্ম না কি কলম্বিয়ায়। চিলির এই অভিযোগ প্রমাণিত হলে ইকুয়েডরের হয়ে কাস্তিয়ো বাছাইপর্বে যে আট ম্যাচ খেলেছেন, তার সব কটিতেই পয়েন্ট কাটত ফিফা। আর সেই পয়েন্টগুলো প্রতিপক্ষ দল পেয়ে যেত। এর ফলে চিলি আরও বেশি পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে যেতে পারত। তা হয়নি। যদিও ফিফার সিদ্ধান্তে চাপমুক্ত ইকুয়েডর ফুটবল দল। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে &lsquo;এ&rsquo; গ্রুপে ইকুয়েডরের প্রতিপক্ষ কাতার, সেনেগাল ও নেদারল্যান্ডস। ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে।</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: