বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিল সতীর্থদের কী বলে সান্ত্বনা দেন ‘নেতা’ নেমার?


নয়াদিল্লি: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে পরাজিত হয়ে ব্রাজিলের (Brazil football team) রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। নেমার (Neymar Jr) কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোল করে সেলেসাওয়ের হয়ে পেলের সর্বাধিক গোল করার কৃতিত্বে ভাগ বসান। তা সত্ত্বেও তাঁর দলকে খালি হাতেই বিশ্বকাপ থেকে ফিরতে হয়েছে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নেমারের সঙ্গে তাঁর সতীর্থদের কথোপকথন প্রমাণ করে দেয় যে তিনি আর্মব্যান্ড না পরলেও প্রকৃত অর্থেই নেতা।

মার্কুইনসকে সান্ত্বনা

নেমার সদ্যই ক্রোয়েশিয়া ম্যাচের পর তাঁর সতীর্থদের সঙ্গে কথোপকথোনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ব্রাজিল দল সতীর্থদের সঙ্গে হারের পরে কথোপকথনের ছবি পোস্ট করার মাধ্যমে নেমারের দলরে একতার ছবিটাই তুলে ধরতে চেয়েছেন। নেমারের পোস্ট করা ছবিতে তাঁকে পেনাল্টি মিস করা মার্কুইনসকে (Marquinhos) বলতে দেখা যায়, ‘একটা পেনাল্টি তোমার প্রতি আমার চিন্তাধারাকে বদলে দেবে না।’ নেমারের জবাবে ব্রাজিল ডিফেন্ডার লেখেন, ‘আমি সত্যিই চেয়েছিলাম দলটা যেন এবারের বিশ্বকাপ জেতে। সেখানে পেনাল্টি আমাদের বাঁধা হয়ে দাঁড়াল এটা ভাবতেও কষ্ট হচ্ছে। তবে কিছুই থেমে থাকে না। একটু সময়ের প্রয়োজন। তারপর দেখা যাক ফুটবল আমাদের জন্য কী নির্ধারিত করে রেখেছে।’

মার্কুইনস আরও বলেন, ‘কেবল আমরাই জানি যে এখানে পৌঁছতে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে। ওখানে (কাতারে) আমরা কতটা খেটেছিলাম। সেই কারণেই এই হারে আরও বেশি করে কষ্ট হচ্ছে। এই হারের বোঝাটা অনেক ভারী। তবে ঈশ্বর যা করেন ভেবেচিন্তেই করেন। উনি আমার সঙ্গে এমনটা করেছেন, কারণ উনি জানেন আমি এই পরিস্থিতি সামলাতে সক্ষম।’

News Reels

রদ্রিগোর ক্ষমা

দলের তরুণ তারকা রদ্রিগোর (Rodrygo) উদ্দেশে নেমার বলেন, ‘ভাই আমার, আমি তোমাকে জানাতে যে তুমি দারুণ একজন খেলোয়াড়। পেনাল্টি তারাই মিস করে যাদের মধ্যে পেনাল্টি নেওয়ার সাহস থাকে। আমি নিজেও নিজের কেরিয়ারে প্রচুর পেনাল্টি মিস করেছি এবং প্রতিবারই তা থেকে কিছু না কিছু শিখেছি। তবে কোনওদিনও হাল ছাড়িনি। প্রতিবারই নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেছি।’ রদ্রিগো জবাবে লেখেন, ‘ধন্যবাদ আইডল। আমার হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ। আপনার স্বপ্নপূরণে সম্ভব না হওয়ায় আমি ক্ষমাপ্রার্থী। আশা করছি আপনি আমাদের সঙ্গে খেলা চালিয়ে যাবেন যাতে ভবিষ্যতে আমরা একসঙ্গে জিততে পারি।’ 

আরও পড়ুন: দি মারিয়াকে পরিবর্ত হিসাবে নামানোর ভাবনা, আর্জেন্তিনার কাঁটা ক্রোয়েশিয়ার ত্রয়ী



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: