বিরাট থেকে বাবর, ভারত-পাক ম্যাচে নজরে থাকবেন যে ক্রিকেটাররা



<p style="text-align: justify;"><strong>মেলবোর্ন:</strong> বিরাট কোহলি না বাবর আজম। মহম্মদ রিজওয়ান না কি রোহিত শর্মা। আজ ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের উত্তাপ এরমধ্যেই ছড়িয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকাদের ফের দেখা যাবে সম্মুখ সমরে। আজ কে কে থাকবেন নজরে?</p>
<p style="text-align: justify;"><strong>বিরাট কোহলি:</strong> নিঃসন্দেহে এই নামটি তালিকায় থাকবেই। দীর্ঘ প্রতিক্ষার পর আফগানিস্তানের বিরুদ্ধে <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>ে সেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শতরান হাঁকিয়েছেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরই নেতৃত্ব হারাতে হয়েছিল কোহলিকে। এবার ব্যাটার বিরাটকে দুরন্ত ছন্দে দেখতে চান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>মহম্মদ রিজওয়ান:</strong> গত বছর থেকেই এই ফর্ম্যাটে ধারাবাহিকভাবে রান করে আসছেন মহম্মদ রিজওয়ান। ২০২১ সালে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ১৩২৬ রান করেছিলেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন এই ডানহাতি উইকেট কিপার ব্যাটার।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>বাবর আজম:</strong> ৯২ ম্যাচে বাবর আজমের ঝুলিতে রয়েছে ৩২৩১রান। তিনিই টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে সর্বাধিক রান সংগ্রাহক। গত বছর ৩০৩ রান করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম। পাক অধিনায়কের দিকে এবারও নজর থাকবে।</p>
<p style="text-align: justify;"><strong>শাহিন আফ্রিদি:</strong> এশিয়া কাপে খেলতে পারেননি। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হেনেছিলেন শাহিন আফ্রিদি। প্রস্তুতি ম্যাচে আফগান ব্যাটারকে দুরন্ত ইয়র্কারে আহতও করেছিলেন এই বাঁহাতি তরুণ পেসার।</p>
<p style="text-align: justify;"><strong>রোহিত শর্মা:</strong> অধিনায়ক হিসেবে নামবেন মাঠে। বাড়তি দায়িত্ব কাঁধে। সম্প্রতি খুব একটা ভাল ফর্মে নেই রোহিত শর্মা। কিন্তু ভারতকে বড় রান তুলতে হলে হিটম্যানের ওপেনে বড় ইনিংস খেলাটা খুবই দরকার।</p>
<p style="text-align: justify;"><strong>সূর্যকুমার যাদব:</strong> টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার। কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার। মাঠের চারধার ধরে শট খেলার ক্ষমতা রাখেন সূর্যকুমার। স্ট্রাইক রেট দুর্দান্ত। প্রস্তুতি ম্যাচেও অর্ধশতরান হাঁকিয়েছেন। সূর্যকুমারের দিকেও এই বিশ্বকাপে নজর থাকবে।</p>
<div class="article-data _thumbBrk uk-text-break">
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CPes3vS09foCFV2ESwUdO84Hkw">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__">বর্তমানে বিভিন্ন টুর্নামেন্ট ছাড়া আর ভারত ও পাকিস্তানের ম্যাচ হয় না। তাই এই ম্য়াচগুলি ঘিরে উত্তেজনা থাকে। আর ভারতীয় দল বিশ্বের যেখানেই খেলুক না কেন, টিম ইন্ডিয়ার কোনওদিনই সমর্থনের অভাব হয় না। মেলবোর্নেও ভারতীয় দলকে অনুশীলন করতে দেখার জন্য ভিড় উপচে পড়ল। সেই ছবি দেখে বোঝা দেয় যে ম্যাচ নয়, গতকাল ভারতীয় দল কেবল অনুশীলনেই নেমেছিল। কাল এক লাখ দর্শকের উপস্থিতিতে ভারত-পাক মহারণের পরিবেশ ঠিক কেমন হতে চলেছে, তার পূর্বাভাস আজকের এই ঘটনাই দেয়।</div>
</div>
</div>
</div>
</div>
<div class="uk-margin">&nbsp;</div>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: