বিরাট কোহলির সঙ্গে তুলনার জবাবে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?


নয়াদিল্লি: প্রায় তিন বছর পর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ সময় পরে ভারতীয় মহাতারকা বড় রান করেছেন, তাই স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। এরই মাঝে বিরাট কোহলির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে মতামত প্রকাশ করলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

অধিক দক্ষ বিরাট

অতীতে সৌরভ ও বিরাটের মধ্যে মতপার্থক্য এবং বিবাদ বারবার শিরোনাম কেড়েছে। তবে সেসব এখন অতীত। এশিয়া কাপের আগে সৌরভ স্পষ্টতই জানিয়েছিলেন বিরাট শীঘ্রই ফর্মে ফিরবেন। সৌরভের কথাই কিন্তু সত্যি হয়েছে। এ বারের এশিয়া কাপে এখনও অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক কিন্তু বিরাটই ৯২-র গড় ও ১৪৭-র অধিক স্ট্রাইক রেটে বিরাট পাঁচ ম্যাচে মোট ২৭৬ রান করেন। রোহিত শর্মার রেকর্ড ভেঙে এশিয়া কাপে ভারতের হয়ে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও বর্তমানে বিরাট কোহলিই। ৩৩ বছর বয়সি ভারতীয় তারকা ফর্মে ফেরায় সৌরভ ভীষণই খুশি। তাঁকে দরাজ সার্টিফিকেটও দিলেন তিনি।

বিরাটের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে সৌরভের মত, ‘তুলনাটা সবসময়ও খেলোয়াড়ি দক্ষতার সাপেক্ষে হওয়া উচিত। আমার মতে ও (বিরাট) আমার থেকে অধিক দক্ষ। আমরা দুইজন দুইটি পৃথক সময়ে নিজেদের ক্রিকেটটা খেলেছি এবং প্রচুর সংখ্যক ম্যাচ খেলেছি। আমার সময়ে আমি অনেকদিন খেলেছি এবং ওর সময়ে ও নিজের খেলা চালিয়ে যাচ্ছে এবং সম্ভবত আমার থেকে বেশি ম্যাচও খেলবে ও। বর্তমানে আমি ওর থেকে বেশি ম্যাচ খেলেছি। তবে আমায় ছাড়িয়ে যাবে। এককথায় ও অনবদ্য একজন ক্রিকেটার।’

বিরাট বলেই সম্ভব!

গৌতম গম্ভীরও বিরাট কোহলির প্রশংসা করলেও, তিনি কিন্তু মনে করছেন অন্য কোনও ক্রিকেটার হলে তিন বছর শতরান না করে সে ভারতীয় দলে সুযোগ পেত না। গম্ভীর বলেন, ‘সত্যি বলতে আমার মনে হয় না (ভারতীয়) সাজঘরের কেউই তিন বছর শতরান না করে দলে থাকতে পারত। রাহানে, রোহিত শর্মা, অশ্বিন, কেএল রাহুলদের তো সকলকেই কোনও না কোনও সময়ে বাইরে বসতে হয়েছে। আমি এমন একজনকেও চিনি না যে তিন বছর শতরান না করে দলে জায়গা পেয়েছে। এটা বিরাট কোহলি বলেই সম্ভব হয়েছে এবং ও নিজের কৃতিত্বে এইটুকু অর্জন করেছে।’ 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: