বিরাটকে ছাড়াই কলকাতায় ভারত, রঞ্জিতে পৃথ্বীর নজির, এক নজরে খেলার সব খবর


কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডের আগে কলকাতায় পৌঁছল ভারতীয় দল। তবে এলেন না বিরাট কোহলি। রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি করে বিরল নজির পৃথ্বী শর। এক নজরে সারাদিনের সেরা খেলার খবরগুলি। 

শহরে বিরাটহীন টিম ইন্ডিয়া

কলকাতায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দাসুন শনাকাদের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। ক্রিকেট উন্মাদনার জ্বর আছড়ে পড়ার কথা শীতের শহরে (Ind vs SL)। কিন্তু তবু, উন্মাদনায় যেন কিছুটা ভাটা পড়ল বুধবার। ম্যাচের চব্বিশ ঘণ্টাও বাকি নেই। গুয়াহাটি থেকে দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন ভারতীয় ক্রিকেটারেরা। বিমানবন্দর থেকে সোজা বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। 

অথচ দেখা মিলল না তাঁর। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে ব্যাটের শাসনে দলকে ম্যাচ জিতিয়েছেন। কলকাতা অপেক্ষা করেছিল বিরাট-দর্শনের। কিন্তু বিমানবন্দর থেকে রোহিত, হার্দিক, যুজবেন্দ্র চাহাল, কে এল রাহুলরা একে একে বেরিয়ে টিম বাসে উঠলেও, দেখা নেই তাঁর। ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, দলের সঙ্গে বুধবার কলকাতায় আসেননি বিরাট। কিন্তু কেন?

কারণ, বুধবার, ১১ জানুয়ারি কন্যা ভামিকার জন্মদিন। মেয়ের দ্বিতীয় জন্মদিন সেলিব্রেট করতে গুয়াহাটি থেকেই মুম্বই উড়ে গিয়েছেন কোহলি। এদিন মেয়ের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন কোহলি। যদিও, এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেনি বিরুষ্কা জুটি। তাই ভামিকাকে ছবিতে দেখা যাচ্ছে পিছন থেকে। বিরাটের কোলের ওপর শুয়ে। বিরাট লিখেছেন, ‘আমার হৃদস্পন্দনের বয়স ২’।

পৃথ্বীর বিরল নজির

মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি করলেন পৃথ্বী। অসমের বিরুদ্ধে মাত্র ৩৮৩ বলে ৩৭৯ রান করেন মুম্বইয়ের তারকা ব্যাটার।এই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েছেন পৃথ্বী। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরও গড়ে ফেললেন।

আবার দ্রুত রান করার নিরিখেও পৃথ্বী বিশ্বে অভাবনীয় নজির তৈরি করেছেন। মঙ্গলবার ২৮৩ বলে ২৪০ রানে অপরাজিত ছিলেন পৃথ্বী। বুধবার যেন আরও বিধ্বংসী ব্যাটিং করেন। ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি করেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে পৃথ্বীর প্রথম ট্রিপল-সেঞ্চুরি। তবে সেখানেই থামেননি পৃথ্বী। একটা সময় মনে হচ্ছিল, যেভাবে পৃথ্বী খেলছেন, তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ৫০১ রানের রেকর্ড না ভেঙে যায়। সেটা অবশ্য হয়নি। ৩৭৯ রানে আউট হয়ে যান পৃথ্বী। ৪৯ টি চার এবং চারটি ছক্কা মারেন।                                      

সন্তোষে বাংলার জয়

সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার ফুটবলারদের গোলের বন্যা। ফের বড় জয় পেল বাংলা। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা যেন স্বপ্নের ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলা। দ্বিতীয় ম্যাচে দমন ও দিউকে ৫-০-তে হারায় বাংলা। আর বুধবার মধ্যপ্রদেশকে ৫ গোল দিল নরহরি শ্রেষ্ঠরা। মধ্যপ্রদেশ কোনও গোল করতে পারেনি। পরপর তিন ম‍্যাচে জয়ের পাশাপাশি ১৩টি গোল করে ফেলেছে বাংলা। পরের পর্ব কার্যত নিশ্চিত। যদিও আরও ২টি ম্য়াচ বাকি আছে বাংলার। মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের বিরুদ্ধে। যে কারণে সতর্ক বাংলার ছেলেরা।  

রঞ্জিতে চাপে বাংলা

টস জিতে প্রথম ফিল্ডিং নাও। আর সবুজ উইকেটে বিপক্ষ ব্যাটিংকে ধ্বংস করে দাও। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সেই লক্ষ্য নিয়েই নেমেছিল বাংলা (Bengal Ranji Team)। অথচ ম্যাচের দ্বিতীয় দিনই ব্যুমেরাং হয়ে ফিরল বাংলার স্ট্র্যাটেজি। প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৬৯ রান তুলেছিল বঢোদরা। যা দেখে মনে করা হয়েছিল যে, বাংলা হয়তো সুবিধাজনক জায়গায় থাকবে। কিন্তু দ্বিতীয় দিনই উলটপুরাণ।

বঢোদরার বোলিংয়ের সামনে তাসের দেশের মতো ভেঙে পড়ল বাংলার ব্যাটিং। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ১৮৯ রান। ক্রিজে রয়েছেন মুকেশ কুমার (৪ ব্যাটিং) ও ঈশান পোড়েল (৬ ব্যাটিং)। প্রথম ইনিংসে পিছিয়ে পড়া কার্যত নিশ্চিত। যদি না শেষ উইকেটে অলৌকিক কিছু করে বসেন বাংলার দুই টেল এন্ডার। এখনও পর্যন্ত যে সম্ভাবনা দেখছেন না কেউ। সব মিলিয়ে তিন পয়েন্ট তো দূর অস্ত, ম্যাচ বাঁচানোর অঙ্ক ঘোরাফেরা করছে বাংলা শিবিরে।

সিন্ধুর হার, প্রণয়ের জয়

 নতুন বছরে মালয়েশিয়া ওপেন (Malaysia Open) প্রথমবার কোর্টে নেমেছিলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। তবে বছরের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারলেন না তিনি। নিজের প্রথম ম্যাচেই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে পরাজিত হলেন সিন্ধু। অপরদিকে, আরেক ভারতীয় লক্ষ্য সেনকে (Lakshya Sen) তিন সেটের ম্যাচে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এইচএস প্রণয় (HS Prannoy)।

হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

টানা দ্বিতীয়বার ওড়িশায় বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর (FIH Men’s Hockey World Cup 2023)। ১৩ তারিখ মূল টুর্নামেন্ট শুরু হলেও, আজ বূধবারই (১১ জানুয়ারি) কটকের বারাবটি স্টেডিয়ামে আয়োজিত হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) ক্রীড়াপ্রেম, বিশেষত হকিপ্রেমের বিষয়ে সকলেই অবগত। তাঁর বক্তব্যের মাধ্যমেই এই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় ৫০ হাজার দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে কটকে উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুন: বিরাটের ব্যাটিং বিক্রম দেখে মুগ্ধ সৌরভ, বড় রানের ম্যাচ ইডেনেও



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: