বিমানবন্দরেই দেদার সেলফির আবদার, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়েই ঘরে ফিরলেন ঝুলন


ইংল্যান্ডের বিরুদ্ধে দুই দশক আগে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই লর্ডসে দুই দশক পর একগুচ্ছ রেকর্ড গড়ে কেরিয়ার শেষ করলেন ঝুলন গোস্বামী। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ঝুলনই একমাত্র বোলার হিসাবে ২৫০-র অধিক উইকেটে (২৫৫) নিয়েছেন। ভারতের হয়ে ২০০৫ থেকে ২০২২, মোট পাঁচটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছেন ঝুলন। বিশ্বকাপ না জিততে না পারলেও বিশ্বকাপে সর্বাধিক ৪৩টি উইকেট কিন্তু ঝুলনই নিয়েছেন।

মহিলাদের ওয়ান ডেতে ঝুলনই একমাত্র ক্রিকেটার যিনি ১০ হাজারটি বল করেছেন। ওয়ান ডেতে সর্বাধিক ২৬৫টি মেডেন ওভার করার রেকর্ডও ঝুলনের দখলে। ২০০৪ থেকে ২০১৬, ভারতের সবকয়টি (ছয়বার) এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন ঝুলন গোস্বামী। এছাড়া, আইসিসির নির্ধারিত গত দশকের সেরা মহিলা ওয়ান ডে একাদশের অন্যতম সদস্য বাংলার ঝুলন গোস্বামী।

 

নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ঝুলন লেখেন, ”আজ সেই দিনটা এসেই গিয়েছে। সব যাত্রাই যেমন কোনও না কোনোদিন শেষ হয়, তেমনভাবেই আমার ২০ বছরের অধিক সময়ের ক্রিকেটীয় সফরও আজ শেষ হচ্ছে। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার জন্য এই সফরটা সবথেকে সন্তোষজনক। আমি দুই দশকের অধিক সময় ধরে ভারতীয় জার্সি পরে মাঠে নামার এবং নিজের দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছি। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত কানে আসলে বরাবরই আমি গর্ববোধ করেছি।”



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: