বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ খ্যাত বল, দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য


লন্ডন: ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফের একবার বিশ্বজয়ের লক্ষ্যে লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামতে চলেছে আর্জেন্তিনা। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্তিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ বল (Hand of God ball) বিক্রি হয়ে গেল।

লন্ডনে নিলাম

১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডে গোল করতে গিয়ে তার বদলে হাত দিয়েই বল জালে জড়িয়ে দিয়েছিলেন মারাদোনা। রেফারি ঠিকভাবে পিছন থেকে তা লক্ষ্য করতে না পারায়, গোল দেওয়াও হয়। পরবর্তীতে মারাদোনা এটির ‘হ্যান্ড অফ গড’ নামকরণ করেন। সেই বলই বুধবার লন্ডনে নিলামে উঠেছিল। সেই ম্যাচের রেফারি আলি বিন নাসেরের কাছে এতদিন বলটি ছিল। তবে তিনি সেটিকে এবার নিলামে তোলার সিদ্ধান্ত নেন। রিপোর্ট অনুযায়ী দুই মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে বলটি নিলামে বিক্রি করা হয়েছে। তবে হঠাৎ বলটিকে নিলামে কেন তোলা হল?

এতদিন ধরে বলটি যার কাছে ছিল, সেই টিউনিশায়ার রেফারি নাসের বলেন, ‘এই বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের এক অংশ। আমার মতে এটিকে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার এটিই সেরা সময়।’ কিংবদন্তি মারাদোনা ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এই গোলটি করেছিলেন। এই গোলের চার মিনিট পরেই পাঁচ ইংরেজ ডিফেন্ডারকে কুপোকাত করে তিনি আরেকটি গোল করেন যা গত শতকের সেরা গোল হিসাবে নির্বাচিত হয়। চিরস্মরণীয় এই ম্যাচে মারাদোনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এর আগেও নিলামে উঠেছে। এই ম্যাচে মারাদোনার পরিহিত জার্সিটি ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রিত হয়েছিল।

Reels

সঠিক সিদ্ধান্ত

প্রসঙ্গত, এই বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপজয়ী হয়েছিল লা আলবিসেলেস্তে। ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার ওই দুই আজও স্মরণীয় হয়ে আছে। আর সেই বিখ্যাত বা কুখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোল নিয়েই আজও নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন বলে মনে করেন নাসের। তিনি বলেন, ‘আমি গোটা ঘটনাটি ঠিকভাবে দেখতে পারিনি। শিল্টন ও মারাদোনা আমার দৃষ্টি আটকে দিয়েছিলেন। টুর্নামেন্টের আগে ফিফার নিয়ম অনুযায়ী তাই আমি লাইন্সম্যানের দিকে গোল নিশ্চিত করার জন্য তাকাই। ওঁ মাঝমাঠের দিকে ফিরে আসে, যার অর্থ হল ওঁর মতে গোলটি বৈধ।’ 

আরও পড়ুন: ছন্দে মেসি, গোল করলেন, করালেনও, ৫-০ জিতল আর্জেন্তিনা



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: