বারবার ব্রাত্য, স্য়ামসনের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ওপেনার



<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> ঘরোয়া ক্রিকেট হোক বা <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>। বারবার পারফর্ম করেও জাতীয় দলে ব্রাত্য সঞ্জু স্যামসন। ঋষভ পন্থ অফফর্মে থাকলেও সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলে সুযোগ মেলেনা কেরলের ব্যাটারের। এবার তাঁর হয়ে ব্য়াট ধরলেন ওয়াসিম জাফর। <a title="শ্রীলঙ্কা" href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a> ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে হয়ত সুযোগ মিলবে সঞ্জু স্যাসমনের, এমনই আশা করছেন ভারতের এই প্রাক্তন ওপেনার।</p>
<p style="text-align: justify;"><strong>কী বলছেন জাফর?</strong></p>
<p style="text-align: justify;">মুম্বইয়ের প্রাক্তন এই প্লেয়ার বলেন, ”আমি মনে করি শ্রীলঙ্কার বিরুদ্ধে ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে সঞ্জু স্যামসন সুযোগ পাবে। এবং ধারাবাহিকভাবে সুযোগ পাবে ও।” তিনি আরও বলেন, ”ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসছে ও। কিন্তু জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ মেলেনি। আশা করি আগামী সিরিজে ও সুযোগ পাবে।”</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ভারতের মাটিতে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ান ডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর সেই মাসের ১৮ তারিখ থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ড সাদা বলের সিরিজ খেলবে ভারতের মাটিতে। এখানে তারাও ৩টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে।</p>
<p style="text-align: justify;">চলতি বছর ১০টি ওয়ান ডে খেলেছেন স্যামসন। মোট ২৮৪ রান করেছেন ৭১ গড়ে। এরমধ্যে রয়েছে ২টো হাফসেঞ্চুরি। সেরা ৮৬ রানের ইনিংস। চলতি বছর ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি দেশের জার্সিতে। মোট ১৭৯ রান করেছেন। গড় ঈর্ষণীয়, ৪৪.৭৫। চলতি বছরে টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৪০।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>বাংলাদেশকে হারিয়ে কী বললেন রাহুল?</strong></p>
<p>বাংলাদেশেকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ ২-০ জিতে নেওয়ার পর অধিনায়ক কে এল রাহুল জানিয়েছেন, টেস্টে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকলে দ্বিতীয় ইনিংসে কুলদীপকে খেলাতেন। রাহুল বলেছেন, ‘প্রথম দিন ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল। কারণ ও সদ্য একটা টেস্ট ম্যাচ আমাদের জিতিয়েছিল। তবে প্রথম দিন পিচ দেখে আমাদের মনে হয়েছিল পেসারদের সুবিধা রয়েছে। সেই জন্য দলের ভারসাম্য রক্ষার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।'</p>
<p><strong>কোহলির উপহার</strong></p>
<p>বাংলাদেশ সফরে&nbsp;<a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>কে বেশ বেগ দিয়েছেন তিনি। মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের স্পিনার অলরাউন্ডারের জন্যই ওয়ান ডে সিরিজ হারতে হয় টিম ইন্ডিয়াকে। টেস্ট সিরিজেও <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>দের সমস্যায় ফেলেন মিরাজ। সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মিরাজ (Mehedi Hasan Miraz)। তাই প্রবল প্রতিপক্ষের কাছে।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: