বাছাই করা অ্যাকাউন্ট ও পোস্ট সরানোর নির্দেশ কেন্দ্রের, ‘বাক স্বাধীনতা’র পরিপন্থী, বলল X


নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বাছাই করা কিছু অ্যাকাউন্ট এবং পোস্টে আপত্তি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। সেই নিয়ে তাদের সঙ্গে সংঘাত বাধল ধনকুবের ইলন মাস্কের মাইক্রো ব্লগিং সাইট X-এর (সাবেক Twitter)। সরকারি নির্দেশ মেনে কিছু অ্যাকাউন্টের পোস্ট সরিয়ে দিতে রাজি হলেও, সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষের বিরুদ্ধে জেল, জরিমানার যে সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্র, তার সঙ্গে তারা একমত নয় বলে জানাল X. তাদের দাবি, এই ধরনের নির্দেশ বাক স্বাধীনতার পরিপন্থী। (Elon Musk)

মোদি সরকারের সঙ্গে সংঘাতের বিষয়টি X-এর তরফেই খোলসা করা হয়েছে। তাদের বক্তব্য, ‘ভারত সরকারের তরফে বিশেষ নির্দেশ এসেছে, যাতে কিছু অ্যাকাউন্ট এবং কিছু পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে, যার সঙ্গে মোটা অঙ্কের জরিমানা এবং কারাবাসের প্রশ্ন জড়িয়ে রয়েছে। নির্দেশ মেনে শুধুমাত্র ভারতেই ওই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি দেখানো হবে না। কিন্তু এই নির্দেশের সঙ্গে একমত নয় X. কারণ সংশ্লিষ্ট ব্যক্তি এবং পোস্টের ক্ষেত্রেও বাক স্বাধীনতা প্রযোজ্য। (Modi Government)

X-এর তরফে আরও জানানো হয়, আমদের আগের অবস্থানই বজায় রয়েছে। ভারত সরকার অ্যাকাউন্ট ব্লকের যে নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে তাদের আবেদন এখনও পড়ে রয়েছে আদালতে। সংস্থার নীতি-নিয়মের কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের মালিকদেরও।

আরও পড়ুন: Iran on Antarctica: সেনাঘাঁটি-গবেষণাকেন্দ্র গড়ার ঘোষণা ইরানের, এবার আন্টার্কটিকা নিয়ে টানাপোড়েন

মাস্কের সংস্থার দাবি, কিছু আইনি নিষেধাজ্ঞার জেরেই ভারত সরকারের নির্দেশিকার প্রতিলিপি প্রকাশ করতে পারছে না তারা। কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে সবকিছু পরিষ্কার থাকা প্রয়োজন। এই ভাবে চললে, আগামী দিনে এমন খামখেয়ালি সিদ্ধান্তগ্রহণ চলতেই থাকবে, কারও দায়বদ্ধতাই থাকবে না।

এর আগেও, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে মোদি সরকারের সংঘাতের খবর সামনে এসেছে। মাস্ক মালিকানা পাওয়ার আগেও X-এস সঙ্গে সংঘাত দেখা দেয় কেন্দ্রের। ২০২১ সালে কেন্দ্রের নির্দেশ মানতে অস্বীকার করেন সংস্থার তদানীন্তন কর্তৃপক্ষ। মাস্কের হাতে সংস্থার মালিকানা ওঠার পর যদিও সেই অবস্থানে পরিবর্তন ঘটে। প্রকাশ্যেই মাস্ক জানান, নির্দেশ না মানলে কর্মীদের জেল-জরিমানা হতে পারে। তাই সেই ঝুঁকি নেবেন না তিনি। কিন্তু সম্প্রতি নরওয়ে থেকে বাক স্বাধীনতার অধিকারকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তার পরই মোদি সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল তাঁর সংস্থা X.

আরও দেখুন



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: